মোবাইল দিয়ে টাকা ইনকাম করার সহজ উপায় ২০২২

 মোবাইল দিয়ে টাকা ইনকাম করার সহজ উপায় ২০২২
How to make money online easily


How to make money online easily, অনলাইনে ইনকাম করার উপায় ২০২১,,ঘরে বসে টাকা আয় করতে চাই


আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, 


মোবাইল দিয়ে টাকা ইনকাম করা যায়, যাকে বলা হয় অনলাইনের মাধ্যমে টাকা ইনকাম ।   

আজকে আলোচনা করব মোবাইলে ইনকাম নামক ভ্রান্ত ধারণা এবং মোবাইলে ইনকাম করার কিছু way রয়েছে সেগুলোর বিষয়ে । 



মোবাইলে ইনকাম করতে গিয়ে  আমরা যেসব ভুল এবং ভ্রান্তপথ বেঁচে নিই সেগুলোর মধ্যে নাম্বার ওয়ান হলো, ক্লিক করে টাকা ইনকাম। How to make money online easily


বিভিন্ন লিঙ্ক থাকে এটাতে ক্লিক করলে টাকা ইনকাম করা যায়, এটা হল নাম্বার ওয়ান ফেক। ভিডিও দেখে টাকা ইনকাম, গেম খেলে টাকা ইনকাম, এগুলো সব ফেক। অনেকে আপনাকে অফার করবে বিভিন্ন ফেসবুক পোস্ট গুলোতে দেখবেন যে আপনারা শেয়ার করলে টাকা ইনকাম করতে পারবেন। এগুলো সব ফেক।



হতে পারে আপনি অল্প কিছু ইনকাম করতে পারবেন। কিন্তু যে পরিমাণ হার্ডওয়ার্ক করবেন ধরেন প্রতিদিন যদি ছয় থেকে আট ঘণ্টা কাজ করেন মাস শেষে হয়তো আপনার 500 থেকে 2000 টাকা ইনকাম করতে পারবেন। 500 টাকা ইনকাম করার জন্য আমার মনে হয় না প্রতিদিন ছয়-সাত ঘণ্টা কাজ করবেন। কতদিন আপনার এ কাজ করতে ভালো লাগবে? এটার কোন future নাই। মোটকথা এগুলো সব ফেক এগুলা করবেনা। অনেক সময় দেখা যায় যে টাকা ইনকাম করে টাকা তোলা যায় না। প্রকৃতপক্ষে খুব একটা ইনকাম হয় না। যদি ইনকাম হয় সেই সংখ্যা খুবই কম। 


মোবাইলে টাকা ইনকাম করার কিছু সেরা উপায়! 

How to make money online easily


আসলে মোবাইলে কিভাবে টাকা ইনকাম করা যায় এগুলোর মধ্যে নাম্বার ওয়ান আপনি মোবাইলে ছবি তুলে টাকা ইনকাম করতে পারবেন। 


এগজ্যাক্টলি ছবি তুলে টাকা ইনকাম করতে পারবেন আর ছবি তুলে আপনি সেই ছবিগুলো বিক্রি করতে পারবেন এবং তার জন্য পপুলার একটি ওয়েবসাইট রয়েছে যার নাম হল shutterstock.com. যেখানে অনেক ছবি বেচাকেনা হয়। ছবির মতো অনেক গ্রাফিক্স ডিজাইন থাকে। এখানে  এক গ্রুপ থাকে যারা গ্রাফিক্স ডিজাইন করেন এবং ছবি সেখানে পোস্ট করে। (How to make money online easily)


আরেক গ্রুপ আছে যারা এই ডিজাইনগুলো দেখে এবং ভালো লাগলে কেনে। যদি আপনি খুব ভালো ছবি তুলতে পারেন যেটা অন্য মানুষ কিনতে চায় সেই ধরনের ছবি তুলে দিতে পারেন। তাহলে সেগুলো যদি কেউ কিনে তাহলে আপনি সেখান থেকে একটা কমিশন পাবেন আর যেহেতু একটা ওয়েবসাইট। তাই তারা আপনাদের থেকে একটা কমিশন কেটে রাখবে। (How to make money online easily)




আপনি যদি মোবাইল দিয়ে ভালো ছবি তুলতে পারেন তাহলে আপনি সেই ছবিগুলো সেল করে সার্ভিস স্টোর থেকে টাকা ইনকাম করা এবং পাশাপাশি যদি আপনার গ্রাফিক্সের কাজ পারেন যদিও সেটা মোবাইলে সম্ভব না। কষ্ট করে হলেও কিছু টাকা জমিয়ে কম দামের মধ্যে একটা ল্যাপটপ বা ডেক্সটপ কিনে সেখানে গ্রাফিক্সের কাজ করতে পারেন। 


মোবাইল দিয়ে টাকা ইনকাম করার সহজ উপায় ২০২২


আপনি অনেক গ্রাফিক্যাল জিনিস তৈরি করতে পারেন সেটাও কিন্তু আপনি চাইলে শাটার স্টক এক্সচেঞ্জ করতে পারবেন।  আরও অনেক ওয়েবসাইট রয়েছে সেগুলোর কথা বললাম না because সেগুলো থেকে শাটারস্টক ইনকাম করা যায় খুব ইজিলি  এবং shutterstock.com মার্কেটপ্লেস সবচাইতে বেস্ট কোয়ালিটির মার্কেটপ্লেস। 


ডিজাইন করা জামা নতুন করে কিছু বলার নেই। আপনারা শুনেছেন একটা সাইট রয়েছে সেখানে আপনি চাইলে আপনার ছবিগুলো সেল করতে পারবেন মোট কথা হল আপনারা  যদি ভালো ছবি তুলতে পারেন মাইক্রো ক্যামেরা দিয়ে অনেক সময় ছোট ছোট জিনিস যদি জুম করে ভালো ছবি তুলতে পারেন যে ছবিটা অন্য কেউ কিনতে চায়। এ রকম ছবি আপনাকে অবশ্যই তুলতে হবে তার জন্য অবশ্য আপনাকে এ ধরনের সাইটগুলোতে কাজ করতে হবে।


How to make money online easily


যে ছবি গুলো সেল হচ্ছে সেই ছবিগুলো মত ছবি তোলার চেষ্টা করেন আস্তে আস্তে পারবেন শুরুতে কম হবে। শুরুতে যদি হতো তাহলে সবাই অনেক টাকা ইনকাম। আস্তে আস্তে কয়েক মাস গেলে আপনার জনপ্রিয়তা বেড়ে যাবে। তখন আপনাকে কেউ থামাতে পারবে না যদি আপনি  Hardwork করতে হবে।



আপনাকে যেটা করতে হবে ছবি তুলতে হবে আর যদি পসিবল একটা কম্পিউটার কিনে নিন। কম্পিউটার কিনে নিন, ভালোভাবে যদি গ্রাফিক্স ডিজাইন করতে পারেন সেগুলো শেয়ার করতে পারবেন আমি আবারও বলছি এটাতে একটু সময় লাগবে। কিন্তু সময় দিলে এটা খুবই সুন্দর একটা কাজ। তো আপনার কাছে যদি ভালো লেগে থাকে,তাহলে আপনি কাজ করা শুরু করতে পারেন।  But যারা মূলত সাকসেস হয়েছে তারা মেইনলি গ্রাফিক্স ডিজাইন গুলো বেশি সেল করেছে মানে কম্পিউটার কিনে তার মাধ্যমে ডিজাইন তৈরি করে সেল করে। 


মোবাইল দিয়ে টাকা ইনকাম করার সহজ উপায় ২০২২


এরকম আরো অনেক সাইট রয়েছে সেখান থেকে আপনারা এটা করতে পারবেন। এখানে আরো কিছু জিনিস বেচাকেনা করা যায়। ওয়েবসাইট বেচাকেনা করা যায়। মার্কেটপ্লেস মানে যদি পুরোটা ঘুরে দেখতে চান তো আপনার এক মাস লেগে যাবে কি কি জিনিস আছে সেটা দেখার জন্য ।  তবে আমি আবারও বলতেছি অবশ্যই আপনি যেই প্রোডাক্টগুলো বানাবেন সেটা যেন সেল করার মতো এবং আরেকটা কথা ক্লিয়ার বলে দেই আপনারা কখনো অন্য কারো ডিজাইন কপি করে এখানে দিবেন না। তাহলে সাথে সাথে আপনার প্রোফাইলটা পার্মানেন্টলি ব্যান করে দিবে। সত্যি কথা বলতে কি আপনি ডিজাইনের একটুখানি করেন সেটা বুঝা যাবে।



নিজে থেকে ডিজাইন করার ট্রাই করবেন আর ছবি কথা তো বললাম এখন আপনার ভিডিওগ্রাফি করতে পছন্দ করেন তাদের ভিডিওগ্রাফির কাজটি অনেক ভালো। সেখানে আপনি চাইলে আপনার তৈরি করা সেই ভিডিও গুলো সেল করতে পারবেন 


কোন ডিজাইন কোন ভিডিওটা তৈরি করলে মানুষ কিনতে পারে সেই ভিডিও  ডিজাইন, সেই ধরনের ছবি তুলে আপনি সেল করতে পারবেন। এটা খুবই ভালো যে,একবার তৈরি করে রেখে দিলে যত বিক্রি হবে, আপনারা তত ইনকাম করতে পারবেন। এটা নিয়ে আপনাকে কোন নির্দিষ্ট সিস্টেমে কাজ করা লাগবে না। এখানে নতুন নতুন ডিজাইন করবেন।  সব থেকে বড় কথা আপনার প্রোফাইল তৈরি হচ্ছে যে আপনি ডিজাইন করেন। 


আশা করি ইনকাম করার বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছেন। 


এতক্ষণ আর্টিকেলটা পড়ার জন্য আপনাকে ধন্যবাদ । 





Next Post Previous Post
No Comment
Add Comment
comment url