কিভাবে ইউটিউব ভিডিওর ভিউ বাড়বে? ইউটিউব চ্যানেলে দ্রুত সাবস্ক্রাইব বাড়ানো যায় কিভাবে? (Increase youtube videos views)
কিভাবে ইউটিউব ভিডিওর ভিউ বাড়বে ? ইউটিউব চ্যানেলে দ্রুত সাবস্ক্রাইব বাড়ানো যায় কিভাবে? (Increase youtube videos views)
ইউটিউবে যারা মনে করেন কোনো বিশেষ ট্রিক দিয়ে বেশি ভিজিটর এবং সাবস্ক্রাইবার অর্জন করা যায়, তারা ভুল ভাবছেন। যদি ভেবে থাকেন এর পেছনে গোপন কোনো কিছু আছে তাহলে আপনি টোটালি ভুল ভাবছেন। ইউটিউব একটা Open প্লাটফর্ম। এখানে গোপন কোনো কিছুই নেই।
মানুষ এখানে ভিডিও আপলোড করে। আপনাদের পছন্দ হয় এবং ভালো লাগে বলেই ভিডিও গুলো দেখেন এবং খুব বেশি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। এখন অনেকে প্রশ্ন করেন এত বেশি ভিডিও আপলোড করেছি তারপরও দেখা যাচ্ছে সাবস্ক্রাইবার খুব বেশি বাড়ছে না। (How to get more subscribers on youtube channel)
সাবস্ক্রাইবার বাড়ানোর পেছনে গোপন কিছু না থাকলেও সঠিক কিছু টিপস আছে। যেগুলো করলে আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার আগের তুলনায় বেশি বাড়বে। ভিডিওতে ভিউ বেশি আসতে থাকবে। সম্পূর্ণ জানতে আর্টিকেলটা শেষ পর্যন্ত পড়তে থাকুন।
টাকা দিয়ে ইউটিউব ভিউ কিনলে কি আদৌও চ্যানেলটির কোনো লাভ হয়?
প্রথমে আপনাদেরকে একটু সতর্ক করতে চাই 1000 সাবস্ক্রাইবার 100 টাকা। 5000 সাবস্ক্রাইবার 200 টাকা। টাকা দিয়ে কখনো Subscriber কিনতে যাবেন না। এগুলো করে আপনার চ্যানেলের উপকার তো হবেই না বরং সব থেকে বেশি ক্ষতি হবে। তাছাড়া এসব সাবস্ক্রাইবার কিন্তু আপনার চ্যানেলে থাকবেও না। দেখবেন এক সপ্তাহ পর বা এক মাস পর তারা আপনার channel-কে unsubscribe করে দিবে অথবা Spam এর কারণে YouTube তাদের remove করে দিবে ।
কিভাবে ইউটিউব ভিডিওর ভিউ বাড়বে ? ইউটিউব চ্যানেলে দ্রুত সাবস্ক্রাইব বাড়ানো যায় কিভাবে? (Increase youtube videos views) |
কিভাবে YouTube চ্যানেলের ভিজিটর বাড়াবেন?
অনেক গুলো ভিডিও আপনার হোমপেজে আসে কিন্তু আপনি সব গুলো ভিডিও দেখেন না। কিছু video গুলোর উপর আপনি ক্লিক করেন। এর প্রথম কারণ হতে পারে, সেই ভিডিওটা সামনে আশা মাত্রই আপনার মনে হয়েছে এই ভিডিওটা আমার দেখা দরকার বা এই video-তে এমন কিছু দেয়া আছে এমন আকর্ষণীয় কিছু দেওয়া আছে যার কারণে আপনার মনে হয়েছে ভিডিওটি exceptional একটা ভিডিও এবং এতে অন্যরকম কিছু আছে। (How to get more visitor on youtube channel)
এরপর হতে পারে টাইটেলটা পড়েছেন এবং আপনার কাছে মনে হয়েছে । এই ভিডিওটি দেখা উচিত এবং সেই ভিডিওটা আপনি সিলেট করেছেন । অর্থাৎ একটা ভিডিও-র থাম্বনেইল এবং টাইটেল উপরে video-টার ভিউ অনেকাংশেই নির্ভর করে। আপনি চেষ্টা করবেন ভিডিও-র থাম্বনেইল টা আকর্ষণীয় তৈরি করার, অনেক সুন্দরভাবে তৈরি করার।
তবে খেয়াল রাখবেন যে, মানুষ আপনার ভিডিওতে ক্লিক করার পরে তারা যেন আবার ভুল কিছু না ভাবে। যেমন Thumbnail এবং টাইটেল আপনি এমনভাবে দিয়েছেন যে, মানুষ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও মনে করে ক্লিক করেছে । কিন্তু ভিডিওর ভিতর এমন কিছুই নাই, যা আপনি Thumbnail এবং টাইটেলে দিয়েছেন । এরকম হলে আপনার ভিডিও ডাউন হয়ে যাবে। আস্তে আস্তে আপনার ভিডিও-র ভিউ কমে যাবে।
আপনি আপনার ভিডিওতে সুন্দর টাইটেল ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে ভিউ আসার সম্ভাবনা অনেক বেশি পরিমাণে বেড়ে যাবে। ধরেন, আপনি ইউটিউবে একটি ভিডিও আপলোড করলেন। অটোমেটিক সিস্টেমটা আপনার ভিডিও গুলো পেয়ে সেখানে দশজনের কাছে দেখাবে। ইউটিউব আপনার ভিডিওটা অন্য মানুষের Homepage-এ show করাবে আর মানুষের দেখতে আগ্রহী হলে অটোমেটিক সিস্টেমটা Automatic আপনার video টার Ranking এর জন্য কাজ করবে।
১০ জনের মধ্যে থেকে আটজন মানুষ ভিডিওটা দেখলে YouTube মনে করবে ভিডিওটার ভিতরে আকর্ষণীয় কোন কিছু আছে, এক্সেপশনাল কোন কিছু আছে, যেজন্য মানুষ ভিডিওটা দেখতে আগ্রহ বোধ করছে। তখন দেখা যায় যে, ভিডিওটা আরো 10 জন মানুষের হোমপেজে চলে যায়। আর এভাবে 200 জন মানুষের Homepage এ চলে যায়। আরও দুই হাজার জন মানুষের হোমপেজে চলে যায়। এভাবে কিন্তু একটা ভিডিও লাখ লাখ মানুষের কাছে পৌঁছে যায়।
এভাবে ইউটিউব আপনার ভিডিও-র Ranking করে।(How to get more visitor on youtube channel)
ধরুন আপনি ইউটিউবে 5 মিনিটের একটি ভিডিও আপলোড করলেন। এখন 5 মিনিটের ভিডিও 100 জন মানুষের সামনে দেখাল। 100 জনের ভিতরে ৭০ জন মানুষ আপনার পাঁচ মিনিটের ভিডিও তিন মিনিটের বেশি দেখল অর্থাৎ আপনার ভিডিও ওয়াচ টাইম কিন্তু এভারেজ তিন মিনিটের বেশি। যদি এত বেশি সময় ধরে মানুষ ভিডিওটা দেখে তাহলে অবশ্যই ভিডিওর ভিতর কিছু না কিছু আছে এবং অবশ্যই ভালো কোয়ালিটি সম্পন্ন একটা কনটেন্ট হিসেবে ইউটিউব ধরে নিবে। এখন অটোমেটিক সিস্টেম টা আরো মানুষের কাছে এই ভিডিওটা পাঠিয়ে দেবে। আস্তে আস্তে কিন্তু হিউজ পরিমান এই ভিডিওটার ভিউজ আসতে থাকবে।
কিভাবে YouTube চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়াবেন?
এখন কথা বলা যাক সাবস্ক্রাইবার বাড়ানোর সম্পর্কে। আপনি একটি চ্যানেল সাবস্ক্রাইব করেন কেন? আপনি নিজে থেকেই ভাবুন, আপনার সেই চ্যানেলের ভিডিও ভালো লাগে, সেই ভিডিও গুলো আপনার পছন্দ হয়, সেই চ্যানেলের ভিডিও থেকে আপনি কিছু শিখতে পারেন, তারপরে তো একটা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন।
একটি চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়ানো কিন্তু আপনার চ্যানেলের সবকিছুর উপর ডিপেন্ড করে। আপনার চ্যালেনের ভিডিও, আপনার চ্যানেলের থাম্বনেইল, টাইটেল আপনার চ্যানেলের কন্টেন্ট কোয়ালিটি সবকিছুর উপরেই আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়ানো নির্ভর করে। সুতরাং আপনি চেষ্টা করবেন আপনার চ্যানেলটা একটা গোছানো চ্যানেল করতে, ভিডিওগুলো খুবই যাতে সুন্দর হয় কন্টেন্ট কোয়ালিটি যেব খুবই ভালো হয়। তাহলে দেখবেন আস্তে আস্তে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং আপনার চ্যানেলটা ভালবাসতে থাকবে।(How to get more visitor on youtube channel)
তারপর আপনি একটা কাজ করতে পারেন ভিডিওর ভিতর সাবস্ক্রাইবার বাটন এড করতে পারেন। আপনি তাদেরকে স্মরণ করিয়ে দিতে পারেন চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য । শেষমেশ বিষয়টা চলে আসে কঠোর পরিশ্রম এবং কন্টেন্ট কোয়ালিটির উপরে। আপনি যদি মানুষকে কিছু শেখাতে পারেন। তাহলে দেখা যাবে যে, আপনি খুব দ্রুত ইউটিউব-এ একটা ভালো পর্যায়ে চলে যেতে পারবেন। কঠোর পরিশ্রম এবং ভালো content কোয়ালিটি, ভালো trending টপিক এবং সুন্দর টপিক নিয়ে যদি আপনি ইউটিউবে ভিডিও করতে পারেন তাহলে অবশ্যই আপনি ইউটিউবে সফল হতে পারবেন । (How to get more subscribers on youtube channel)
আশা করি সমস্ত বিষয় গুলো সঠিকভাবে বুঝতে পেরেছেন।
যদি এই আর্টিকেলটা ভালো লাগে তাহলে আমার অন্যান্য আর্টিকেল গুলো পড়বেন এবং অবশ্যই কমেন্ট করবেন ।
যেকোনো বিষয়ে জানতে চাইলে আমাকে প্রশ্ন করতে পারেন। নতুন কোনো আর্টিকেল পেতে চাইলে email subscriber করতে পারেন।
ধন্যবাদ আর্টিকলটা পড়ার জন্য।