[ওয়াইফাই হ্যাক ১০০%] ওয়াইফাই পাসওয়ার্ড হ্যাক করার নিয়ম। ওয়াইফাই কি হ্যাক করা যায়? wifi password kivabe hack korbo

 

ওয়াইফাই Password কি হ্যাক করা যায়?


যারা সবসময় গুগল বা ইউটিউবে সার্চ করে থাকেন How to হ্যাক ওয়াইফাই পাসওয়ার্ড। তাদের জন্য আজকের এই আর্টিকেল। আজকের আর্টিকেলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই আর্টিকেলটাতে আমি এক্সপ্লেইন করবো Wi-fi পাসওয়ার্ড হ্যাক করা যায় কি না? যদি যায় তাহলে সেটা কিভাবে? আর যদি না যায় তাহলে কি কি কারনে সেটা করা যায় না? আর্টিকেলটা শেষ পর্যন্ত  পড়তে থাকুন। 





খুব সহজ ভাষায় এখন আমি আপনাদের কে ওয়াইফাই হ্যাকিং এর এই ব্যাপারটা বুঝিয়ে বলব।  (wifi password kivabe hack korbo)





ওয়াইফাই পাসওয়ার্ড হ্যাক করা যায় কি যায় না সেটার উত্তর আসলে এক কথায় বলা সম্ভব না। আবার যদি আমি একটু অন্য ভাবে বলি তাহলে জিনিসটা আসলে সম্ভব। যেকোনো জিনিস করতে গেলে সবার আগে আপনাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে ওই সিস্টেমটা কিভাবে কাজ করে। 






ওয়াইফাই রাউটারের কিন্তু নিজস্ব একটা সিকিউরিটি সিস্টেম থাকে যেটা কয়েক বছর আগে পর্যন্ত ছিল  WEP . আগের সিস্টেমটা ছিল WEP যেটাতে পাসওয়ার্ড বের করার অনেক সুযোগ ছিল। মানে যেকোনো সফটওয়্যার কিংবা অ্যাপ দিয়ে আসলেই এটার পাসওয়ার্ড বের করে ফেলা যেত। এরপর এই ওয়াইফাই রাউটারের সিকিউরিটি সিস্টেম আরেকটু উন্নত হয় যার নাম হচ্ছে WPS এবং তারপরে WPA এসেছে। যেটা কিনা আরো স্ট্রং। (wifi password kivabe hack korbo)


ওয়াইফাই Password কি হ্যাক করা যায়?


এবার WPA সিকিউরিটি সিস্টেম টা আছে এটার পাসওয়ার্ড যদি আপনি কখনো বের করে ফেলতে পারেন, সেটা আপনি পাবেন Encrypted অবস্থায়। এই Encrypted Password Decrypted করতে গেলে আপনার অনেক সময় লেগে যাবে। এখানে যে শুধু সময় লাগবে সেটা কিন্তু না। আপনার হ্যাকিং সম্পর্কে Advance লেভেলের Knowledge লাগবে। 


[ওয়াইফাই হ্যাক ১০০%] ওয়াইফাই পাসওয়ার্ড হ্যাক করার নিয়ম। ওয়াইফাই কি হ্যাক করা যায়? wifi password kivabe hack korbo



এখন অনেকেই হয়তো বলবেন আমার বন্ধু কিংবা পরিচিত কেউ 5 মিনিটের মধ্যে কোন একটা রাউটারের সাথে তার ডিভাইস কানেক্ট করে ফেলেছে ! তার কোন Advance লেভেলের হ্যাকিংয়ের Knowledge ছিল না তাহলে এটা কিভাবে সম্ভব হলো? এটা যে কোন রাউটারে ক্ষেত্রেই সম্ভব আপনি যদি কোন একটা রাউটার হাতের কাছে পান তাহলে দেখবেন রাউটারে পেছনে একটা বাটন আছে যেটার নাম  WPS baton  (wifi password kivabe hack korbo)



ওয়াইফাই পাসওয়ার্ড হ্যাক করার নিয়ম


এটা চেপে ধরলেই আপনার ডিভাইস কিংবা ল্যাপটপ কিংবা মোবাইল বা যেকোনো জিনিস ওই রাউটারের সাথে কানেক্ট করে ফেলতে পারবেন পাসওয়ার্ড না জেনেই। এটাকে যদি কেউ হ্যাকিং দাবী করে তাহলে আসলে ব্যাপারটা ভুল। এটা এক ধরনের ট্রিক বা টেকনিক বলতে পারেন। 







এখন তাহলে প্রশ্ন আসে এই যে WPS কিংবা WPA দিয়ে Protected এসব রাউটার আছে সেগুলোর পাসওয়ার্ড কি কোন ভাবে পাওয়া যাবে? হ্যাঁ, এটাও পাওয়া পসিবল ।  ব্রুট ফোর্স অ্যাটাক বলে একটা attack আছে, যেটা দিয়ে আসলেই পাসওয়ার্ডটা বের করা যায়। কিন্তু সমস্যা অন্য জায়গায়। আগে Bruteforce attack  দিয়ে সহজেই Password বের করে ফেলা যেত কিন্তু বর্তমানে Wi-Fi security বাড়ার জন্য Bruteforce attack ও তেমন কার্যকার নেই। 





আপনি নিজেই চিন্তা করে দেখেন, password যদি 12 ডিজিটের হয় তবে প্রত্যেকটার পসিবল কম্বিনেশন কতগুলো হয়? এটা তো লাখ ছাড়িয়ে কোটির কাছাকাছি। ব্রুট ফোর্স অ্যাটাক এ যেটা হয় সেটা হচ্ছে সে প্রত্যেক Possible Combination দিয়ে একটা একটা করে ট্রাই করতে থাকে আর আমাদের কাছে এখন ডিভাইসের যে প্রসেসর স্পিড তাতে প্রায় 1 থেকে 2 বছর লেগে যাবে রাইট Combination এর সেই পাসওয়ার্ড টা বের করার জন্য। ব্যাপারটা থিওরিটিক্যাল সম্ভব কিন্তু প্র্যাকটিক্যালি প্রায় অসম্ভব। কারণ আপনি নিশ্চয়ই 2 বছর wait করবেন না একটা ওয়াইফাই পাসওয়ার্ড বের করার জন্য।   (wifi password kivabe hack korbo)






এখন আপনারা হতাশ হবেন যে, তাহলে কি ওয়াইফাই পাসওয়ার্ড কোনভাবেই হ্যাক করা যায় না? আমি যদি এখন পুরো ব্যাপারটাকে শর্টকাটে বলি তাহলে হচ্ছে যদি আগের সিস্টেম থাকে মানে WEP দিয়ে যদি কোন রাউটার Protect করা থাকে তাহলে কিন্তু আপনি ফ্রি অ্যাপ কিংবা সফটওয়্যার দিয়েই খুব easily পাসওয়ার্ড হ্যাক করতে পারবেন । 






এখনো কিন্তু অনেক Router আছে যার Security WEP . আপনি চিনবেন কিভাবে এটা WEP enable. এর জন্য একটা ট্রিক আছে । আপনি দূরে বসেই জানতে পারবেন। রাউটারের কাছে যাওয়া লাগবে নাজানতে চাইলে নিচে কমেন্ট করে জানান এবং email subscribe করতে পারেন পরবর্তী আর্টিকেল পাওয়ার জন্য। 





আর যদি WPA দিয়ে রাউটার Protect করা থাকে তাহলে যদি কোনোভাবে আপনি password  বেরও করতে পারেন তবুও পাবেন Encrypted অবস্থায় যেটা Decrypted করতে আপনার অনেক সময় লেগে যাবে। আর যারা অনেক Advance লেভেলের হ্যাকার এবং অ্যাডভান্স লেভেলের tool use করেন যেমন কালি লিনাক্স টার্মিনাল, এটা যারা ইউজ করেন তারা হয়তো চেষ্টা করলেই যেকোনো ওয়াইফাই ব্রেক করে তার পাসওয়ার্ড বের করে ফেলতে পারবেন। কিন্তু আপনার আমার মতো সাধারণ মানুষের পক্ষে আসলে যেকোনো ওয়াইফাই এর পাসওয়ার্ড বের করা খুবই খুবই কঠিন।  (wifi password kivabe hack korbo)



এখন অনেকেই হয়তো আর্টিকেলটার এই পর্যন্ত দেখে একটু হতাশ হবেন কারণ আপনারা ভেবেছিলেন যে এই আর্টিকেলটা পড়ে একটা উপায় বের করে ফেলবেন কিভাবে ওয়াইফাই পাসওয়ার্ড হ্যাক করা যায়। আর্টিকেলটার প্রথম দিকে কিন্তু বলেছিলাম যে ওয়াইফাই হ্যাক করা সম্ভব। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে কিন্তু কাজটা অনেক কঠিন। 




আর এই ব্যাপারগুলো যদি আপনার পরিষ্কারভাবে জানা থাকে তাহলে আপনি আর কিভাবে ওয়াইফাই হ্যাক করবেন এটা লিখে Google কিংবা YouTube এ সার্চ করে আপনার টাইম নষ্ট করবেন না। আশা করি আর্টিকেলটা আপনাদের উপকারে আসবে ভালো লাগলে অবশ্যই আমার অন্য আর্টিকেল পড়বেন এবং Comment করবেন। 


ধন্যবাদ আর্টিকলটা পড়ার জন্য। 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url