ডিজিটাল মার্কেটিং কি? ডিজিটাল মার্কেটিং-এর লাভ বা সুবিধা কি? SEO বা এসইও কি? E-mail Marketing কি?

 আশা করি সবাই ভালো আছেন,


আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি,

ডিজিটাল মার্কেটিং কি?
ডিজিটাল মার্কেটিং কিভাবে করতে হয়?ডিজিটাল মার্কেটিং কেন করবেন?

ইত্যাদি বিষয়।

ডিজিটাল মার্কেটিং কি?
ডিজিটাল মার্কেটিং কাকে বলে?


ডিজিটাল মার্কেটিং হলো প্রতিষ্ঠানের পণ্য বা সেবা যেটা অনলাইন মাধ্যম যেমন ফেসবুক-ইউটিউব-গুগল যেকোনো ধরনের অনলাইন মাধ্যম ব্যবহার করে প্রচার করার যে পদ্ধতি সেটাই হচ্ছে ডিজিটাল মার্কেটিং মার্কেটিং। এর উদাহরণ যেমনঃ Blogging, ভিডিও মার্কেটিং ইত্যাদি।



ডিজিটাল মার্কেটিং কি? ডিজিটাল মার্কেটিং-এর লাভ বা সুবিধা কি? SEO বা এসইও কি? E-mail Marketing কি?

ওয়েবসাইট ট্রাফিক বাড়ানোর জন্য কার্যকরী পদ্ধতি গুলো কি কি? কোন কোন পদ্ধতিতে একটা ওয়েবসাইটের ট্রাফিক বা ভিজিটর বাড়ানো যায়?


ওয়েবসাইট ট্রাফিক বাড়ানোর জন্য কার্যকরী পদ্ধতি গুলো হলো ডিসপ্লে Advertising, কনটেন্ট মার্কেটিং,কনটেন্ট রাইটিং,SEO Search Engine Optimization, Headline Content Optimization, Targeting Long Tail Keywords, ইমেইল মার্কেটিং ইত্যাদি কাজগুলো ওয়েবসাইটে ট্রাফিক বাড়ানোর জন্য ভূমিকা রাখে।

SEO বা এসইও কি? 

SEO হলো Search Engine Optimization.
নির্দিষ্ট keyword সার্চ করে কী ওয়ার্ড-এর উপর ভিত্তি করে একটি সাইটকে ভালো পজিশনে নিয়ে আসার পদ্ধতিই হলো SEO. এর মাধ্যমে ট্রাফিক জেনারেট করে self-development করা যায়। ডিজিটাল মার্কেটিং এ কিওয়ার্ডের এসইওতে গুরুত্ব অনেক।  SEO-এর মূল ভিত্তি হচ্ছে, সাধারণত ইউজাররা কি লিখে সার্চ করে তার ওপর ভিত্তি করে আমরা keyword resource  করি। যেমন ধরেন, একজন যদি মোবাইল কিনতে চাই, তাহলে সে গুগলে সার্চ করবে Mobile price লিখে।  তখন আমরা ঐ কিওয়ার্ডগুলো দেখবো বেশি বেশি সার্চ হয়েছে। এগুলোতে কম্পিটিশন যদি কম হয়, তাহলে আমরা এই keyword নিয়ে কাজ করে ইনকাম করতে পারব।


কোনো ওয়েবসাইটে কিভাবে কিওয়ার্ড Optimization করা যায়?


আমরা ওয়েবসাইটের URL নিয়ে কী-ওয়ার্ড অপটিমাইজ করতে পারি। ওয়েব সাইটের টাইটেল অপটিমাইজ করার জন্য আমরা Low Competition Keywords ব্যবহার করি। ওয়েবপেইজের কন্টেন্ট এর মধ্যে Low Competition Keywords ব্যবহার করি।  হেডলাইনে Keyword ব্যবহার করি।


On page SEO এবং Off page SEO এর মধ্যে পার্থক্য কি?

On page SEO ওয়েবসাইট এর ভিতরে ডেকোরেশন আর হচ্ছে Off page SEO হচ্ছে  বাইরে মার্কেটিং করা। যেখানে আপনার এই দুইটি সমন্বয় হয়ে বেসিক seo সম্পন্ন হয়ে থাকে।


ডিজিটাল Marketing টুলস এর নাম

•  Google Keyword Planner
• Aherfs
• SEMrush


  ডিজিটাল মার্কেটিং এর জন্য ব্যবহৃত CPC বা Cost Per Click কি?


CPC হচ্ছে  একটা পদ্ধতি যেখানে একজন Advertiser বা বিজ্ঞাপনদাতা  একটা ওয়েবসাইটের মালিকের ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে থাকে। যখন ওয়েবসাইটে ভিজিটর বিজ্ঞাপনগুলোতে ক্লিক করে তখন সেই ক্লিকের মাধ্যমে একজন টাকা ইনকাম করে থাকে।

এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে,
কিভাবে টাকা দিয়ে থাকে? ওয়েবসাইটের মালিক পক্ষের মধ্যে যোগাযোগ করিয়ে দেয়া হচ্ছে মিডিয়া যেমন Adsense.



  Reasponsive ওয়েব সাইট কি?


Reasponsive ওয়েব সাইট হচ্ছে এমন একটি নির্দিষ্ট ওয়েব ডিজাইন যেটিকে ডিভাইস ফ্রেন্ডলি ওয়েবসাইট বলা হয়। একটা ওয়েবসাইট থেকে ব্রাউজ করা হলে ওয়েবসাইটের লে-আউট স্ট্রাকচারস এই ডিভাইসের সাথে Adjust হয়ে যাবে। যেমন কম্পিউটারে যখন দেখব তখন ওয়েবসাইটের সাথে কম্পিউটার Adjust হয়ে যাবে। আমি যদি Tab থেকে Browse করি তাহলে ওয়েবসাইটের Lay-out Tab -এর মতো হয়ে যাবে। যদি  মোবাইল থেকে Browse করি তাহলে ওয়েবসাইটের সাথে Adjust হয়ে যাবে। সেটাই হচ্ছে Reasponsive ওয়েব সাইট। এখনকার সময়ে প্রায় সব ওয়েবসাইট Reasponsive ওয়েবসাইট। যারা ওয়েব ডিজাইন করে তারা তারা বর্তমানে Reasponsive ওয়েবসাইট তৈরি করে।



মার্কেটিং এবং ব্র্যান্ডিং-এর মধ্যে পার্থক্যটা কি?

মার্কেটিং প্রধানত করা হয় সেল জেনারেট করার জন্য। অন্যদিকে ব্র্যান্ডিং করা হয় হচ্ছে পরিচিতি বাড়ানোর জন্য।


আমাদের দেশের প্রেক্ষাপটে অনলাইন মার্কেটিং এর অসুবিধা বা সীমাবদ্ধতা গুলি কি কি?



যদি Online Marketing Activities একটি পদ্ধতি। কিন্তু আমাদের দেশে কিছু সীমাবদ্ধতা আছে। যেমন আমাদের দেশের সাধারণ মানুষ এখনো ই-কমার্স এর উপর ভরসা রাখতে পারে না। বাজারে গিয়ে হাতে ধরে একটা প্রোডাক্ট কিনতে বেশি Comfortable feel করেন। পাশাপাশি ফলস্বরূপ, যারা ই-কমার্স ব্যবসা গেছে, তাদের উপর কিন্তু কিছুটা নেতিবাচক প্রভাব অবশ্যই পড়ে যাচ্ছে।


  ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ার গুরুত্ব কেমন?

এখানে একটা ব্যাপার হচ্ছে আমাদের Normally Worldwide কিন্তু ডিজিটাল মার্কেটিং এর মধ্যে বেশি গুরুত্ব দেয়া হয় SEO  Search Engine Optimization কে . কিন্তু আমাদের দেশের সাধারণ ইউজাররা গুগল সার্চ করে কম। গুগলের ঢুকে সার্চ করে এরকম যদি 100 জন লোক থাকে, তার মধ্যে 70 জন বাসায় বসে থাকে। কিছু হচ্ছে হচ্ছে Technical Person যারা কোনো না কোনোভাবে কম্পিউটারের সাথে সংযুক্ত।


তো এই কারণে আমাদের দেশে অধিকাংশ মানুষজন একটা বড় অংশ ব্যয় করে ফেসবুকে। যার কারণে আমাদের ডিজিটাল মার্কেটিং একটা বড় অংশ ফেসবুকভিত্তিক হয়ে যায়। তবে বর্তমানে ডিজিটালাইজেশন যেভাবে হচ্ছে সবকিছুর ব্যবহার যেভাবে বাড়ছে তাতে করে কিছুদিন পরে মানুষজন, সাধারণ মানুষ গুগল সার্চ অনেক বেশি করবে। এসইও তখন অবশ্যই গুরুত্ব থাকবে।  তো এখন থেকেই যারা SEO নিয়ে কাজ করছেন, তারা পরবর্তীতে এই সেক্টর টাতে একটু Advance থাকবে বলে।


ই-মেইল মার্কেটিং বা E-mail Marketing কি?

ইমেইল মার্কেটিং এর জেনারেশন এর মাধ্যমে আমরা সম্ভাব্য ক্রেতা দের ফোন নাম্বার, ইমেইল এড্রেস এগুলো ডেলিভারি করার পরে তাদেরকে এসএমএস বা ই-মেইল এর মাধ্যমে আমাদের অফারগুলো করে থাকি।

অনলাইন মার্কেটিং এ কনটেন্ট এর গুরুত্ব  কি?

কনটেন্ট হচ্ছে এমন একটা জিনিস যেটা একদিকে যেমন সার্চ Ranking-এ আপনার গুরুত্ব বহন করছে অন্যদিকে আপনার সেলস বাড়াতেও কিছুটা ভূমিকা পালন করে।

সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর সাফল্য কিভাবে পরিমাপ করা হয়?

সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর বেশি সফলতা পরিমাপ করা হয় পেইজে লাইক, কমেন্ট, শেয়ার এগুলোর মাধ্যমে। আর পাশাপাশি পণ্য বা সেবার ব্যাপারে কি পরিমান মানুষ আগ্রহ দেখাচ্ছে।

ডিজিটাল মার্কেটিং এর জন্য কি ইউটিউবকে একটা ভালো প্ল্যাটফর্ম হিসেবে বেছে নিতে পারি কিনা?

অবশ্যই ডিজিটাল মার্কেটিং-এ ভালো প্ল্যাটফর্ম হিসেবে ইউটিউব মার্কেটিং কে আমরা বেছে নিতে পারি। কারণ হচ্ছে কিছুদিন আগেও মানুষ সবচেয়ে বেশি সময় ব্যয় করত ফেসবুকে। আর এখন যখন নেট টা একটু সহজলভ্য হয়ে গেছে নেটের খরচ কমে আসছে, নেটের স্পিড গ্রামাঞ্চল ভালোই স্পিড পাওয়া যায়, এখন কিন্তু মানুষ একটা বড় অংশ সময় ব্যয় করে ইউটিউবে। আমরা অবশ্যই অবশ্যই ইউটিউব প্ল্যাটফর্ম টাকে মার্কেটিংয়ের জন্য বেছে নিতে পারি।


Adwards এবং এডসেন্স এর মধ্যে পার্থক্য কি?

Adwards হচ্ছে একজন বিজ্ঞাপনদাতা যেখানে বিজ্ঞাপন দেয়, যেটা আমরা একটু আগে বলেছিলাম।  এডসেন্স হচ্ছে যেখানে পাবলিশার ওয়েবসাইটে অ্যাডসেন্স এর বিজ্ঞাপন থেকে রেভিনিউ ইনকাম করে থাকে। তবে আমরা সবসময় চেষ্টা করব অশ্লীল Ads বন্ধ রেখে হালাল ভাবে টাকা ইনকাম করতে।

ডিজিটাল মার্কেটিং-এর লাভ বা সুবিধা কি?

পরিশ্রমের সমন্বয় ঘটিয়ে সাফল্যের দিকে অগ্রসর হওয়ার সুযোগ আছে এখানে। ক্রিয়েটিভিটি কৌশল এবং প্রতিনিয়ত নতুন কিছু করার সুযোগ থাকছে। এখানে like-follow কোনোটাই বেশি গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ হচ্ছে  আপনার পর্যাপ্ত পরিমাণ সেলস হওয়া।


আশা করি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন।

যদি ভালো লাগে তাহলে আমার অন্যান্য আর্টিকেল গুলো পড়বেন এবং অবশ্যই কমেন্ট করবেন।

ধন্যবাদ আর্টিকলটা পড়ার জন্য। 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url