মোবাইল দিয়ে কি ফ্রিল্যান্সিং করা যায়? মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং কিভাবে শিখব? ...

 আশা করি সবাই ভালো আছেন


আজ মোবাইলে ফ্রিল্যান্সিং এর ব্যাপারে কথা বলব। আপনারা নিয়মিত কাজ করলে আপনি মোটামুটি একটা কনফার্ম থাকেন যে, আপনার ক্যারিয়ারকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবেন। একটা জিনিস মনে রাখবেন টাকা ইনকাম করার কাজ অনেক আছে মোবাইলে, ওগুলা কোনদিন ক্যারিয়ার হতে পারে না। আজ আমি যে বিষয় নিয়ে কথা বলব তার মাধ্যমে আপনি ১০০% ইনকাম কররে পারবেন। অনলাইনে কল সেন্টারে কাজ করে মোবাইলের মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন।



কিভাবে কল সেন্টারে কাজ করার মাধ্যমে ইনকাম করা যায়?



কল সেন্টারে কাজ করা বলতে অনেকে ভাবতে পারেন এটা খুব নিম্নমানের কাজ। নো নো নো নো কল সেন্টারে কাজ অনেক ভালো কাজ। কল সেন্টারে কাজ করাটা একটু কঠিন স্টার্টিং টাইমে । কল সেন্টারে মূল জিনিস হলো আপনি কিভাবে কথা বলতেছেন এবং আপনার Confidence কেমন?  কল সেন্টারে আপনাকে কিভাবে কথা বলতে হবে।  আপনি ইউটিউবে দেখতে পারেন যে, কিভাবে কথা বলতে হয়? কিভাবে বিরক্তিকর কাস্টমারদের সাথে সুন্দর ভাবে কথা বলতে হয়? ইউটিউবে ভিডিও দেখবেন কথা বলার ফিডব্যাক নিবেন। এতে আস্তে আস্তে আপনি বুঝে যাবেন যে, ফোনের মানুষটার সাথে কল দেওয়ার পর সে কি অবস্থায় আছে এবং তার সাথে আপনার কিভাবে কথা বলতে হবে এটা খুব কঠিন কিছু না। একটা মাস প্র্যাকটিস করলেই এটা হয়ে যায়। এটার জন্য কিন্তু হেবি কোয়ালিফিকেশন লাগে না। Just কথা বলতে পারলেই হবে। একটা মাস পরে আপনি মোটামুটি বুঝে যাবেন আপনার স্কিল কেমন?


এখন কাজ আপনি কোথায় পাবেন?


বিভিন্ন মার্কেটপ্লেসে রয়েছে যেমন,


এসব জায়গায় আপনি এরকম অনেক কাজ পাবেন এবং  কল সেন্টারে কাজ করতে পারবেন।


যদি আপনি দেশের বাইরের কোম্পানি কাজ করতে চান, ফাইবারে প্রচুর কাজ আছে।  আপনি কল সেন্টারে কাজ পাবেন কিন্তু বিষয়টা হলো বাইরে যখন কাজ করতে যাবেন তখন ইংলিশ জানতে হবে। যদি আপনি একটু জেনে নেন তখন আপনি বাইরের কল সেন্টারে কাজ করতে পারেন৷  আমি একটা কথা বলে দিচ্ছি কল সেন্টার লোকাল মার্কেটে এবং ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেসে ভারী ডিমান্ড রয়েছে।

এখন অনলাইনে অনেকে প্রোডাক্ট বিক্রি করতেছে এবং বিক্রি করার জন্য এই প্রোডাক্ট গুলোর পারফরম্যান্স কেমন সেটা জানার ও মানুষের কাছে কোম্পানিগুলোর ইন্টারেস্ট বুঝানোর মানুষকে কল করে চপনি সেগুলো সহজে জানাতে পারেন। কোম্পানি বিজনেস কিভাবে করে সেটা বুঝানোর চেষ্টা করবেন। আগামীতে কল সেন্টারের ভাড়া বেড়ে যাবে আপনি যদি এইখানে এই ডিপার্টমেন্টে কল সেন্টার ডিপার্টমেন্টে যদি নিজের স্কিল ডেভেলপ করতে পারে এক্সট্রিম লেভেলপ, ফিউচারে এবং আপনি নিজে যখন ডেভলপ করতে পারবেন তখন আপনি আপনার আশেপাশে ফ্রেন্ড কাউকে নিতে পারেন বা একজনকে হায়ার করে তাকে ট্রেনিং করিয়ে তখন আপনারা দুজন মিলে কাজ করতে পারবেন। এভাবে আস্তে আস্তে যখন আপনার অনেক জন হয়ে যাবে তখন দেখবেন যে আপনাদেরকে অনেক কোম্পানি ডাকবে কাজ করার জন্য।



সত্যি কথা বলতে বিদেশে প্রতিটি কাজের ইনকাম, আমাদের দেশের তুলনায় কয়েক গুণ বেশি। যদি আপনি কাজ ভালো করতে পারেন, তাহলে আরো বেশি সুবিধা করতে পারবেন। এটার ব্যাপারে আরো ডিটেইলসে অনলাইনে চ্যাট করলে জানতে পারবেন অথবা আমাদের ফেসবুকের বিভিন্ন Freelancing গ্রুপে পোস্ট করে করলে জানতে পারবেন।


আশা করি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন।

যদি ভালো লাগে তাহলে আমার অন্যান্য আর্টিকেল গুলো পড়বেন এবং অবশ্যই কমেন্ট করবেন।

ধন্যবাদ আর্টিকলটা পড়ার জন্য। 



মোবাইল দিয়ে কি ফ্রিল্যান্সিং করা যায়? মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং কিভাবে শিখব? ...

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url