ডোমেইন এবং হোস্টিং এর মানে কি? ডোমেইন এবং হোস্টিং এর কাজ কি? ডোমেইন এবং হোস্টিং কত প্রকার ও কি কি?

 আজকের পর্বে আমরা জানবো ডোমেইন এবং হোস্টিং কি?

ডোমেইন অর্থ সবাই জানলেও হোস্টিং সম্পর্কে অনেকেই জানেন না। আমি আলোচনা করব,

ডোমেইন এবং হোস্টিং এর মানে কি?

কোনটার কোন ধরনের সুবিধা?

কোন টার দাম কত বেশি?

আপনি কোনটা নিলে সুবিধা বেশি পাবেন?


ডোমেইন হচ্ছে এক ধরনের এক্সটেনশন
কিন্তু  এক্সটেনশন বলতে আপনার ওয়েবসাইটের নাম এরপরে যে অংশটা থাকে যেমন .com, .info, .xyz অনেক ডোমেইন  এক্সটেনশন আছে। এগুলোর মধ্যে সবথেকে জনপ্রিয় পপুলার ডোমেইন-হোষ্টিং হচ্ছে (.com) ডোমেইন এটা ছাড়াও অন্য কোন ডোমেইন দিয়ে কাজ করতে পারবেন। কিন্তু ডটকম ভিজিট করতে মানুষ একটু বেশি ভালোবাসে।

যেমন facebook.com, google.com এরকম। তো অবশ্যই আপনি ডোমেইন কেনার ক্ষেত্রে খেয়াল রাখবেন, আপনি যে ডোমেইনটা কিনতে যাচ্ছেন সেটাতে আপনি ডটকম পাচ্ছেন কিনা।  অবশ্যই চেষ্টা করবেন .com ডোমেইনটা কিনতে । এখন অনেকেই ভাবতে পারেন যে .com ছাড়া হয়তো অন্য কোন ডোমেইন কিংবা অন্যকোন এক্সটেনশনে আমরা adsense approval পাবো না কিংবা সুবিধা করতে পারব না! এরকম না আপনি যেকোনো ডোমেইন দিয়ে কাজ করতে পারবেন। তবে .com Domain টা দিয়ে professional ভাবে কাজ করা যায়।



ওয়েব হোস্টিং কি?

ওয়েব হোস্টিং টা হচ্ছে হিস্টরি।

যেখানে আপনার ওয়েবসাইটের ইমেজ লেখালেখি গুলো কিংবা টেক্সট ফাইল গুলো other যে সমস্ত ফাইল গুলো আছে সেগুলো জমা রাখবেন যেখানে, সেটাকে কিন্তু অনলাইন স্টোর বলা হয়। অবশ্যই আমাদেরকে থার্ড পার্টি যারা হোস্টিং প্রোভাইডার আছে কিংবা সার্ভিস আছে তাদের সহায়তা নিতে হয় কিংবা তাদের কাছ থেকে আমাদের হোস্টিং কিনতে হবে। কিন্তু সম্পূর্ণ একটি কম্পিউটারের মত একটা কম্পিউটারের মধ্যে যা কিছু আছে একটা হোস্টিং সার্ভার এর মধ্যে-র সমস্ত কিছু একই রকম আছে র‍্যাম, প্রসেসর এভরিথিং সবকিছু একদম একটি কম্পিউটারের মতোই আছে। টোটাল একটি কম্পিউটারে বলতে পারেন যেটা 24 ঘন্টা অনলাইনে থাকবে এবং অন থাকে এই জন্যই আমরা টাকা দিয়ে Shared হোস্টিং কিনে থাকি।

এছাড়া আরো অনেক হোস্টিং রয়েছে।

•  ভিপিএস হোস্টিং
•  ডেডিকেটেড হোস্টিং
• এবং সর্বশেষে আছে ওয়ার্ডপ্রেস হোস্টিং

আসলে প্রত্যেকের আলাদা আলাদা কাজে আলাদা আলাদা হোস্টিং লাগে । এগুলো এখন বিস্তারিতভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবো এবং কোনটাতে আপনাদের সুবিধা হবে এবং এগুলোর অসুবিধাগুলো কি কি? সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবো।


ডোমেইন এবং হোস্টিং এর মানে কি? কোনটার কোন ধরনের সুবিধা?

Shared হোস্টিং কি?




একটা কম্পিউটারের হার্ডডিস্ক যদি 1000gb থাকে তবে 1000gb কে আমরা যদি 100 জনের মধ্যে ভাগ করে দেই, তাহলে সেটা 100 জন ব্যবহার করতে পারবে । ঠিক Shared হোস্টিং এরকম। শেয়ার হোস্টিং সার্ভার থেকে টোটালি 100 জন হোস্টিং কিনলে তাদের যেকোনো একটা ওয়েবসাইটের মধ্যে যদি ট্রাফিক বেশি আসে, তাহলে কিন্তু ওই প্রভাবটা সবার উপরেই পড়বে।

শেয়ার্ড হোস্টিং সবথেকে নিম্নমানের হোস্টিং। এটি নিম্নমানেরহোস্টিং হলেও এটার অনেকগুলো সুবিধা রয়েছে। এর সব থেকে বড় সুবিধা হচ্ছে এটার দাম সবচেয়ে কম।

আমি আপনাদেরকে সহজ করে বলি, 1 জিবি শেয়ার্ড হোস্টিং এক বছরের জন্য কিনতে হলে আপনাকে সর্ব নিম্ন 950 টাকার মতো খরচ করতে হবে তাহলে এক বছরের জন্য আপনার ওয়েবসাইট টা 1 জিবি হোস্টিং এর উপর থাকবে।  আর যারা একেবারে নতুন ব্লগিং শুরু করতে যাচ্ছেন তাদের জন্য Shared হোস্টিং অবশ্যই  Better.


ভিপিএস হোস্টিং কি?


ভিপিএস হোস্টিং অনেকটা শেয়ার হোস্টিং এর মত তবে এখানে একটু সুবিধা আছে সেটা হচ্ছে শেয়ার্ড হোস্টিং এর থেকে ভিপিএস হোস্টিং এর স্পিড কয়েক গুণ বেশি হয়। তার মানে আপনার ওয়েবসাইটটি শেয়ার্ড হোস্টিং-এর থেকে কয়েক গুণ বেশি ফাস্ট হবে । এখানকার সুবিধাটা হচ্ছে যে, একটা সার্ভারে 1000 জিবি স্টোরেজ আছে স্টোরেজটা নির্দিষ্ট কিছু person এর মধ্যে ভাগ করা থাকে।

ভিপিএস হোস্টিং আবার দুই প্রকার

একটি উইন্ডোজ ভিপিএস
এবং
লিনাক্স ভিপিএস 


একটি উইন্ডোজ ভিপিএস কি?


এই দুইটার মধ্যে পার্থক্যটা দামে। মেইন স্পিড এর পার্থক্য অবশ্যই থাকবে কারণ উইন্ডোজ এর থেকে না কিন্তু সিকিউরিটির জিপিএস যদি এক বছরের জন্য কি ব্যবহার করতে চান কিংবা কিনতে চান আপনার    উইন্ডোজ ভিপিএসের জন্যে আপনাকে সর্বনিম্ন 18000 টাকা এক বছরের জন্য খরচ করতে হবে। 


লিনাক্স ভিপিএস কি?


যদি আপনি লিনাক্স ভিপিএস কিনেন তার জন্য আপনাকে দিতে হবে 21 হাজার টাকা সর্বনিম্ন। যদি আপনি লিনাক্স ভিপিএস ব্যবহার করেন তাহলে আপনাকে খরচ করতে হবে 21 হাজার টাকা প্রতি বছর
শুধুমাত্র আপনার ওয়েবসাইট হোস্টিং এর জন্য।


ডেডিকেটেড সার্ভার মানে কিন্তু আলাদা সার্ভার

আপনার জন্য টোটালি একটা সার্ভার থাকবে। একটি কম্পিউটার ব্যয় করা হবে আপনার পিছনে শুধুমাত্র আপনি যদি ডেডিকেটেড হোস্টিং কিনেন।  তখন আপনার ওয়েবসাইট হবে সুপারফাস্ট। কারণ একটা টোটাল সার্ভার ইউজ করছেন আপনি একা। শুধুমাত্র আপনি একা যদি ডেডিকেটেড হোস্টিং কিনতে চান আপনাকে  72 হাজার টাকা দিতে হবে।

প্রথম পর্যায়ে আপনাদের সাথে পরিচিত করিয়ে দিলাম শেয়ার্ড হোস্টিং। এর থেকে বেশ ভালো ভিপিএস হোস্টিং। এর থেকে বেশ ভালো ডেডিকেটেড হোস্টিং। ডেডিকেটেড হোস্টিং-এর থেকে ভালো  ওয়ার্ডপ্রেস হোস্টিং


ওয়ার্ডপ্রেস হোস্টিং কি?


আপনি যদি ওয়ার্ডপ্রেস হোস্টিং কিনেন এবং আপনার ওয়েবসাইটে পোস্ট করলেন, তখন আপনার ওয়েব সাইটের নিরাপত্তার দিকে আপনার কখনো তাকানো লাগবেনা। কখন স্পিড আপ হচ্ছে কখন ডাউন হচ্ছে এই দিকটা সম্পূর্ণ কোম্পানির কর্মকর্তারা দেখবে। এই সার্ভিসটা শুধুমাত্র ওয়ার্ডপ্রেসের জন্য দেওয়া হয়েছে। সেজন্য নাম দেওয়া হয়েছে ওয়ার্ডপ্রেস হোস্টিং সার্ভিস। এটা আপনি চাইলে অন্য কোথাও ইউজ করতে পারবেনা কোন পিএইচপি কিংবা আদার থার্ড পার্টি কোন সাইডে ইউজ করতে পারবেন না। শুধুমাত্র ওয়ার্ডপ্রেস সাইটেই ব্যবহার করতে পারবেন।

এটার আনুমানিক price আমরা যেরকম ডেডিকেটেড হোস্টিং দেখলাম যে, ডেডিকেটেড হোস্টিং সার্ভিস ইউজ করতে ন্যূনতম 72 হাজার টাকা আমাদেরকে খরচ করতে হবে।  ঠিক তেমনি এটার প্রাইস অন্তত ডেডিকেটেড হোস্টিং এর থেকে দুই গুণ বেশি তো হবেই।

সর্বপ্রথম আমাদের সাইটে ভিজিটর অনেক কম থাকবে তো আমার এখান থেকে মোটামুটি চালিয়ে নেয়ার মতো স্পিড পাব। পরবর্তীতে যখন আপনাদের ওয়েবসাইট পপুলার হবে, বেশি ভিজিটর আসতে থাকবে তখন আপনার ইচ্ছামতো যেকোনো হোস্টিং কিনতে পারবেন।


আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন হোস্টিং ও হোস্টিং-এর প্রকারভেদ। । যারা প্রথম শুরু করতে যাচ্ছেন তাদের জন্য সব থেকে কম দামের মধ্যে হবে এবং সাধ্যের মধ্যে হবে Shared Hosting.

এর মধ্যে থেকে  কোনটা আপনি সিলেক্ট করবেন আপনার ওয়েবসাইটে ব্যবহার করার জন্য তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।

ধন্যবাদ আর্টিকেলটা পড়ার জন্য।







Next Post Previous Post
1 Comments
  • Bangla Blog
    Bangla Blog November 13, 2021 at 4:28 AM

    Hello

Add Comment
comment url