কোন বিষয় নিয়ে ব্লগ তৈরি করবেন ? (লাভজনক কিছু নিশ আইডিয়া) best blogging nishes 2025 - বাংলা ব্লগ
online-এ income করার জন্য কিছু সেরা ব্লগিং নিশ
জব নিউজ ব্লগিং নিশ
জব নিউজ নিয়ে এত পরিমান সার্চ হয় কিন্তু সেই পরিমাণ কোন ওয়েবসাইট কিন্তু বাংলাদেশ নেই কিংবা ব্লগ নাই। আপনি নিজে গুগলে সার্চ করে দেখতে পারেন। আপনি যখন কোন জবের নিউজ কিংবা কোনো নোটিশ লিখে সার্চ করবেন তখন স্পেসিফিক কিংবা হাতে গোনা কয়েকটা ওয়েব সাইটে আপনার সামনে আসবে সবসময়। বাংলাদেশি ব্লগিং করতে চাইলে বর্তমান আপনি একটা চান্স নিয়ে দেখতে পারেন। কারণ প্রতিদিনই হাজার হাজার জব এর নিয়োগ বিজ্ঞপ্তি আসে, বিভিন্ন নোটিশ আসে। এসব নিয়ে আপনি একটা সাইট তৈরি করতে পারেন।
Earn Money ব্লগিং নিশ
Earn Money অনলাইন, আপনিও কিন্তু এই আর্টিকেলটি পড়ছেন কিভাবে অনলাইন থেকে আয় করতে পারবেন সেই জন্য। সুতরাং আর্ন মানি অনলাইন লিখে সার্চ যে কত পরিমান হয় অনলাইনে সেটার কোন অভাব নাই। তবে এই নিশে কিন্তু রেংক করা খুব একটা কঠিন কোন ব্যাপার না। কিংবা আর্ন মানি অনলাইন রিলেটেড কিংবা কনটেন্ট এর অভাব নাই। কারণ হিউজ পরিমান ওয়েবসাইট আছে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন আছে যেগুলো রিভিউ করে করে আপনি ভিন্ন ভিন্ন আর্টিকেল লিখতে পারেন এবং যেগুলো গুগল খুব সহজে রেংক করে দেয়। কারণ আর্ন মানি রিলেটেড সার্চ কিন্তু খুবই হয় গুগলে। অনলাইনে সেখান থেকে আপনার রেংক করাটা খুব একটা কঠিন হয় না এবং এখান থেকে আর্নও খুব ভালোভাবে আপনারা করতে পারবেন।
এরপর যেটা রেখেছি সেটা হচ্ছে কনটেন্ট ডাউনলোডিং সাইট।
কনটেন্ট ডাউনলোডিং সাইট ব্লগিং নিশ
এখানে আপনি শুধুমাত্র ডাউনলোড লিংক প্রোভাইড করবেন এমন টা না, এখানে আমাদের নিশ ডাউনলোডিং হলেও এটার মধ্যে বিভিন্ন ক্যাটাগরি রয়েছে।
ডাউনলোডিং বলতে কিন্তু আমরা সোজা কথায় বুঝতে পারছি আমরা ডাউনলোড রিলেটেড একটি ব্লক করব। এখান থেকে কত ধরনের টপিক আছে আপনি নিজেই বুঝতে পারবেন। শুধুমাত্র অ্যাপস ডাউনলোড, এখানে আপনি আলাদা করে একটি ব্লগ করতে পারেন মানে apps ডাউনলোডের জন্য একটা আলাদা ব্লক করতে পারেন । সফটওয়্যার ডাউনলোড করার জন্য আপনি আলাদা করে একটি ব্লক করতে পারেন এবং শুধুমাত্র ডাউনলোড লিংক এখানে প্রোভাইড করবেন না,
আপনি কি এপ্স এর রিভিউ করছেন কিংবা অ্যাপস এর ডাউনলোড লিংক যদি দিতে চান প্লে স্টোর থেকে ঐ অ্যাপস এর যত ডেসক্রিপশন টাইটেল সবকিছুই কপি করে নিয়ে আসতে পারেন কোন সমস্যা নাই। তাছাড়া অ্যাপ্লিকেশনটি সম্পর্কে আপনি কিছু কথা কিংবা কিছু পয়েন্ট নিজে থেকেও লিখতে পারেন।
কনটেন্ট ডাউনলোডিং এর মধ্যে অনেকগুলো সাব-ক্যাটাগরি কিংবা সার্ভিস আছে সেটা আমি আপনাদেরকে বললাম । বর্তমান মার্কেটপ্লেসে অনুযায়ী কনটেন্ট ডাউনলোডিং নিশ কিন্তু একেবারে খারাপ না।
আরো পড়ুন
income করার কিছু ভ্রান্ত ধারণা
আপনার ফোন হ্যাক হয়েছে কিনা কিভাবে বুঝবেন,
রিভিউ কন্টেন্ট কিংবা রিভিউ নিশ
রিভিউ কন্টেন্ট কিংবা রিভিউ নিশে হাজার হাজার মোবাইল রিভিউ করতে পারেন, ক্যামেরা রিভিউ করতে পারেন,
ল্যাপটপ রিভিউ করতে পারেন, এভাবে আলাদা আলাদা প্রত্যেকটি জিনিসের উপর আপনি কিন্তু একটি করে মাইক্রো ব্লগিং সাইট তৈরি করতে পারেন ।
একটি ওয়েবসাইট করলেন যেখানে আপনি শুধুমাত্র মোবাইল রিভিউ করবেন। একটি ব্লক করতে পারেন যেখানে আপনি শুধুমাত্র কম্পিউটার কিংবা পিসি অথবা ল্যাপটপ এর রিভিউ করবেন। এরপর আরেকটি ব্লক করতে পারেন যেখান থেকে আপনি শুধুমাত্র ক্যামেরাগুলো রিভিউ করবেন। কোন ক্যামেরা আসছে মার্কেটে, কি কি স্পেসিফিকেশন আছে, কি ধরনের প্রাইস, এইটা নিয়ে বিশদভাবে একটা ওয়েবসাইট তৈরি করতে পারেন।
আপনারা চাইলে টোটাল একটা ব্লগ এর মধ্যে সকল ইলেক্ট্রনিকস্ প্রোডাক্ট রিভিউ করতে পারেন। আপনারা যেমন মোবাইলের জন্য একটি ব্লক বললাম টিভির জন্য একটি ব্লক, ক্যামেরার জন্য একটি ব্লগ, এভাবে করতে পারেন সমস্যা নাই ।
নিউজ নিশ
বাংলাদেশের প্রথম আলো সমকালের অনেক নিউজ রয়েছে । যেগুলো আমরা অলটাইম পড়ে থাকে৷ কারণ আপনি যদি একটি নিউজ সাইট করেন প্রথম আলোর চেয়ে কিন্তু আপনার নিউজ কিংবা আপনার কনটেন্ট কেউ পড়তে যাবে না। কিন্তু আপনি যদি পরিশ্রম করে পোস্ট করতে করতে আপনার সাইট থেকে একটা পর্যায়ে নিয়ে যেতে পারেন তাহলে এখান থেকে আপনি ভালো মানের টাকা ইনকাম করতে পারবেন।
টেকনোলজি নিশ
টেকনোলজি নিয়ে লেখালেখি করতে পারেন৷ যদিও টেকনোলজিতে ভিজিটর খুবই কম তারপরও ব্লগ করতে চায় না৷ বর্তমান সবাই ইউটিউবে সার্চ করে ভিডিও দেখে নেই। তারপরও কিছু টপিক আছে যেগুলোর জন্য 100% গুগলে সার্চ করতেই হয় সেক্ষেত্রে আপনার একটি ব্লক করতে পারেন, যদি আপনি টেকনোলজি নিয়ে কাজ করতে ভালবাসেন।
এভাবে আপনারা ভিন্ন ভিন্ন ধরনের নিশ নিয়ে কাজ করে ইনকাম করতে পারবেন ।