অ্যান্ড্রয়েড ফোনের জন্য ক্ষতিকর যেসব অ্যাপস । most dangerous apps 2021 । ফোনের সিকিউরিটি টিপস

 অ্যান্ড্রয়েড ফোনের জন্য ক্ষতিকর যেসব অ্যাপস


আমাদের স্মার্টফোনগুলোতে বিভিন্ন প্রয়োজনে আমরা নানা রকমের অ্যাপ ইন্সটল করে থাকি। But এর মধ্যে অনেক App আছে যেগুলো আমাদের কোন কাজে তো আসেই না উল্টা আমাদের স্মার্ট ফোন টাকে slow করে দেয় এবং কিছু কিছু অ্যাপ আমাদের পার্সোনাল ইনফরমেশন বা তথ্য চুরি করে। আজকে এরকম পাঁচটা  Apps এর ব্যাপারে কথা বলব। এগুলো যদি আপনার স্মার্টফোনে থাকে তাহলে ইমিডিয়েটলি আনইন্সটল করে দিন। 


How to Fix Low Value Content in Google Adsense Bangla Tutorial



SHARE IT APP




প্রথমে App টার কথা বলব সেটা আমাদের অনেকেরই অনেক পছন্দের অ্যাপ আর সেটা হচ্ছে Shareit অ্যাপ। গুগল প্লে স্টোরে Shareit অ্যাপ কিন্তু খুবই পপুলার। এ পর্যন্ত প্রায় 1 বিলিয়ন+ অ্যাপটা ডাউনলোড হয়েছে।  একটা স্মার্ট ফোন থেকে আরেকটা স্মার্টফোনে ফাইল ট্রান্সফার করার জন্য এই অ্যাপটা অনেক পপুলার হলেও অ্যাপ টা ওপেন করা মাত্রই দেখবেন অনেক রকমের এড আসে। 







আর যত দিন যেতে থাকবে আস্তে আস্তে অ্যাপটা আপনার ইন্টারেস্ট এবং আপনার লোকেশন এর উপর বেইজ করে আপনাকে আরো বেশি বেশি করে অ্যাড দেখাতে থাকবে। এতে করে আপনার ফোনের মোবাইল ডাটা এমবি বেশি খরচ হবে । ফোনের ব্যাটারির চার্জ কিছুটা বেশি Drain করে এবং এই অ্যাপসের মাধ্যমে বিভিন্ন সময় বিভিন্ন রকমের ম্যালওয়্যার বা ভাইরাস আপনার ফোনে ঢুকে যেতে পারে । 








আর এই সব মিলিয়ে আপনার ফোনটা অনেকটা স্লো হয়ে যাবে এই অ্যাপটার কারণে। অতএব এই অ্যাপটা আনইন্সটল করে দেয়া উচিত। আর এক মোবাইল থেকে অন্য মোবাইলে ফাইল ট্রান্সফার করার জন্য Files by Google যে App টা আছে প্লে স্টোরে, সেটা কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। 






Cleaner App




এখন দুই নাম্বারে যে টাইপের অ্যাপের কথা বলব সেটা হচ্ছে ক্লিনার অ্যাপস। গুগল প্লে স্টোরে গিয়ে আপনি যদি সার্চ করেন ক্লিনার অ্যাপ লিখেন তাহলে দেখবেন হাজার হাজার এ্যাপস সেখানে আছে। But এখনকার এন্ড্রয়েড ফোন গুলো কিন্তু যথেষ্ট স্মার্ট ।  বেশিরভাগ স্মার্টফোনেই এখন কিন্তু এই ক্লিনার option বিল্ড-ইন দেয়াই থাকে। 





অ্যান্ড্রয়েড ফোনের জন্য ক্ষতিকর যেসব অ্যাপস ।  most dangerous apps 2021 ।  ফোনের সিকিউরিটি টিপস
 অ্যান্ড্রয়েড ফোনের জন্য ক্ষতিকর যেসব অ্যাপস ।  most dangerous apps 2021 ।  ফোনের সিকিউরিটি টিপস 





যে ক্লিনার option কিনা আপনার ফোনে অলরেডি built-in দেওয়াই আছে, সেটার জন্য আলাদা করে apps ইন্সটল করে ফোনের স্টোরেজ নষ্ট করার কোন মানেই হয় না। আর আলাদা করে আপনি যখন এই ক্লিনার অ্যাপ ডাউনলোড করে ইন্সটল করবেন, তখন কিন্তু ওই অ্যাপ always আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডে রান করতে থাকবে। আর এটার জন্য আপনার ফোনের পারফরম্যান্স কিন্তু স্লো হয়ে যাবে। 







Battery Saver App






এরপর তিন নাম্বারে আছে Battery Saver অ্যাপস। এটা টোটালি unnecessary and useless একটা অ্যাপ। এই এ্যাপটা নাকি ফোনের ব্যাটারি সেভ করে। আর এই কাজটা করে ফোনে থাকা অন্যান্য অ্যাপস যেগুলো আছে সেগুলো ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটিজ অফ রেখে এবং এটা করার জন্য এই অ্যাপটা নিজেই কিন্তু always ব্যাকগ্রাউন্ডের রান করতে থাকে । 








আর এই অ্যাপটা always ব্যাকগ্রাউন্ডে active থাকে বলে ব্যাটারি কিন্তু আরো বেশি draining হয়।  আবার কিছু কিছু ব্যাটারি সেভার অ্যাপ দাবি করে তারা নাকি আপনার ফোনটা কে ফাস্ট চার্জ করতে পারে। সবসময় একটা জিনিস মনে রাখবেন যে, ফাস্ট চার্জিং এর যে ব্যাপারটা সেটা কিন্তু ফোনের হার্ডওয়্যারের একটা ব্যাপার। মানে আপনার ফোন যদি Fast Charging  Enable না হয় তাহলে কিন্তু আপনি কোনোভাবেই কোন অ্যাপ দিয়ে আপনার ফোনে Fast চার্জ করতে পারবেন না। 









এই ব্যাটারি সেভার অ্যাপ এ জন্যই আনইন্সটল করে দিবেন কারণ এখনকার ফোনগুলোতে কিন্তু  Built -in ব্যাটারি সেভিং মোড বলে একটা অপশন দেওয়ায় থাকে। আপনার যদি কখনো ব্যাটারি সেভ করার দরকার হয় আপনি কিন্তু simply আপনার ফোনের সেটিংস থেকে সেটা অন করে নিতে পারেন। 






Mi Browser





চার নাম্বারে যে অ্যাপটার কথা বলব এটা আসলে built-in ব্রাউজার আর সেটা হচ্ছে Mi Browser. শাওমি স্মার্টফোন গুলো যথেষ্ট ভালো এ ব্যাপারে কোন সন্দেহ নেই ।  But তাদের এই Mi ব্রাউজার যেটা আছে,  এটা আসলে আমাদের তথ্য চুরি করে আর এসব তথ্য সরাসরি চলে যায় চাইনিজ সার্ভারে ।  শাওমি ব্রাউজারে incognito মোডে কিছু সার্চ করলেও সেই তথ্য চাইনিজ সার্ভারে চলে যায়। 











আপনি পৃথিবীর কোন লোকেশন থেকে কোন কোন সাইট Browse করছেন বা ভিজিট করছেন, কি কি চালাচ্ছেন ব্রাউজার দিয়ে, এরকম যাবতীয় সব তথ্যই কিন্তু চাইনিজ সার্ভার গুলোতে চলে যায়। So, যারা শাওমি ফোন ব্যবহার করেন তারা এই Mi ব্রাউজার যেটা আছে সেটা ফোন থেকে আনইন্সটল করে দিতে পারেন  বা ব্যবহার করা বন্ধ করে দিতে পারেন। আর ব্রাউজারের ক্ষেত্রে গুগল ক্রোম কে আমার বেস্ট এবং সিকিউর ব্রাউজার বলে মনে হয়। 







Anti-virus app



এখন পাঁচ নাম্বার এবং শেষে যে টাইপের অ্যাপের কথা বলব সেটা হচ্ছে অ্যান্টিভাইরাস অ্যাপ। 




অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে কিন্তু উইন্ডোজ এর মত ভাইরাস থাকে না। এখানে থাকে কিছু ম্যালওয়্যার। আর এটার বিরুদ্ধে  এন্টিভাইরাস কিন্তু খুব একটা কাজ করে না ।  গুগল প্লে স্টোরে যে সব ফ্রি অ্যান্টিভাইরাস অ্যাপ পাওয়া যায় এই গুলো ইন্সটল করার পরে যেটা হয় maximum সময় এই অ্যাপ গুলো আপনার ফোন continuously স্ক্যান করতে থাকে। আর এটার জন্য আপনার ফোনটা আগের থেকে অনেক স্লো perform করে। আবার অনেক সময় দেখা যায় যে এই অ্যান্টিভাইরাস অ্যাপ গুলো থেকেই কিছু ম্যালওয়্যার আপনার ফোনে হয়তো ঢুকে যেতে পারে। 











তাই অ্যান্টিভাইরাস অ্যাপ গুলো থেকে দূরে থাকাই ভালো। আপনার ফোনে যদি কোনো এন্টিভাইরাস অ্যাপ ইন্সটল করা থাকে তাহলে সেটা আনইন্সটল করে দিন ৷ ম্যালওয়্যার বা ভাইরাস যেটাই বলি না কেন এগুলো থেকে আপনার ফোনকে protect করার জন্য গুগল প্লে স্টোরের play protect যথেষ্ট । আপনার ফোনের গুগল প্লে স্টোরের play protect অপশনটা যদি অন করা থাকে তাহলে এক্ষেত্রে আপনার ফোনটা কিন্তু অনেকটাই সিকিওর। 








আশা করি বুঝতে পেরেছেন, 


যদি ভালো লাগে তাহলে আমার অন্যান্য আর্টিকেল গুলো পড়বেন এবং অবশ্যই কমেন্ট করবেন । 


যেকোনো বিষয়ে জানতে চাইলে আমাকে প্রশ্ন করতে পারেন। 


ধন্যবাদ আর্টিকলটা পড়ার জন্য। 


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url