Linux vs Windows which is better? লিনাক্স ও উইন্ডোজ এর পার্থক্যগুলো কি কি?

 বিল গেটস্ এর উইন্ডোজ সম্পর্কে আমরা সবাই জানি। আজকে আলোচনা করব কেন আপনি windows ছেড়ে Linux ব্যবহার করবেন। 


আজকে আলোচনা করব Windows VS Linux. 


Windows VS Linux Operating System 
কোনটা বেশি ভালো?  



লিনাক্স এ ব্যাপারে প্রথমেই যা বলতে হয় এটি একটি ওপেন সোর্স অপারেটিং সিস্টেম। অর্থাৎ সম্পূর্ন ফ্রি। আপনি হয়তো বলবেন আমরা তো উইন্ডোজও ফ্রি ব্যবহার করি। হ্যাঁ করেন, সেটা ক্র্যাক ভার্সন অর্থাৎ আসল উইন্ডোজ কেনার জন্য বিল গেটসকে পয়সা দিতে হয় রে ভাই। বিশ্বে অবশ্য আমরা অধিকাংশ লোক ক্র্যাক ভার্শন ইউজ করি। এজন্যই উইন্ডোজ আপডেট নিলেই ধরা পড়ে যায়। 





অতএব চুরি ছাড়া লিনাক্স free operating system. 


100% শিউর না হলেও অন্যসব অপারেটিং সিস্টেম এর তুলনায় লিনাক্স বেশি নিরাপদ।



এর কাজের ধরন এমন যে, হ্যাক করা সহজ নয়। ইউজারদের প্রাইভেসি এখানে অনেক বেশি সুরক্ষিত। একারণেই লিনাক্সে অ্যান্টিভাইরাস দরকার হয় না। অতএব হ্যাকারের হাত থেকে বাঁচতে আপনাকে এন্টিভাইরাস কিনে টাকার শ্রাদ্ধ করতে হবে না। 




Linux vs Windows performance?



কোনো old মেশিনে Windows 10 ইন্সটল করার কথা ভাবাই যায় না। অথচ আপনি যেকোন লো- কনফিগারেশন কম্পিউটারেও লিনাক্স ইন্সটল করতে পারবেন। এর অনেকগুলো ডিসট্রিবিউশন আছে আপনার মেশিনের ক্যাপাবিলিটি অনুযায়ী এর মধ্যে থেকে সুবিধামতো ডিসট্রিবিউশন টি ইন্সটল করে নিতে পারবেন।




Linux vs Windows which is better?



লিনাক্সের সফটওয়্যার গুলো অন্য অপারেটিং সিস্টেম এর তুলনায় সহজে এবং দ্রুত আপডেটেড। লিনাক্স এর ফিচারগুলো আপনার ইচ্ছামত অ্যাড ডিলিট বা কাস্টমাইজেশন করতে পারবেন। যা অন্য কোন অপারেটিং সিস্টেমে ভাবাই যায় না।




এর সোর্স কোড জনসাধারণের জন্য উন্মুক্ত কিন্তু উইন্ডোজ বা অন্যান্য অপারেটিং সিস্টেম এর ক্ষেত্রে এমনটি নয়। তাই প্রোগ্রামিং নলেজ থাকলে লিনাক্সের সোর্স কোড মডিফাই করে সৃজনশীলতা প্রকাশের সুযোগ আছে। 






প্রোগ্রামারদের কাছে এটি সবচেয়ে favourite. কারণ এটি C++,Python ইত্যাদি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো সাপোর্ট করে এবং প্রোগ্রামিং প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করা যায়। লিনাক্স টার্মিনাল উইন্ডোজ কমান্ড লাইন থেকে অনেক বেশি উন্নত এবং সমৃদ্ধ। 




লিনাক্স ও উইন্ডোজ এর পার্থক্যগুলো কি কি? লিনাক্স অপারেটিং সিস্টেমের সুবিধাগুলো কি কি? Linux vs Windows which is better?
Linux vs Windows which is better? Linux vs Windows performance.




লিনাক্স সম্ভাব্য সব ধরনের ফাইল ফরম্যাট সাপোর্ট করে। কম্পিউটার হার্ডডিস্ক ফুল হয়ে গেলেও লিনাক্স হাইস্পিড পারফরম্যান্স দিতে পারে।  



Linux vs Windows which is better?



একসাথে অনেকগুলো ভারী ফাইল ডাউনলোড দিলেও এর সিস্টেম কোনো সমস্যা হয় না। লিনাক্সের শত শত ডিসট্রিবিউশন আছে যাদের প্রত্যেকের ফাংশন ভিন্ন ভিন্ন যেমন Ubuntu Linux, Debian Linux, Kali Linux ইত্যাদি ইত্যাদি। হ্যাকিং বা সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট জন্য বেশি উপযোগী কালি লিনাক্স। প্রোগ্রামারদের জন্যও উপযোগী এটি। 







সোজা কথায় সব ধরনের ইউজারদের জন্য তাদের উপযোগী ডিসট্রিবিউশন বেছে নেওয়ার সুযোগ আছে। Beginner-দের জন্য Ubuntu লিনাক্স ভালো আর প্রোগ্রামিংয়ে দক্ষতা থাকলে ডেবিয়ান Linux ছাড়াও অন্য Linux Operating System  ব্যবহার করতে পারেন। 







একই সাথে অসংখ্য ইউজার লিনাক্স চালিত নেটওয়ার্ক এবং ওয়ার্কস্টেশনে কাজ করতে পারে তাও high-performance-এ ।





লিনাক্স সব ধরনের নেটওয়ার্ক ফাংশনালিটি সাপোর্ট করে। লিনাক্স এর মাধ্যমে কম্পিউটারে ক্লায়েন্ট সার্ভার সিস্টেম সেটআপ করা খুবই সহজ এবং দ্রুতগামী






কিছুদিন ব্যবহার করার পর উইন্ডোজ এর মতো slow হয়ে যায় না। উইন্ডোজ এর মত লিনাক্স ঘনঘন Reboot করার প্রয়োজন পড়ে না। 





লিনাক্স ওয়েবসার্ভার হিসেবেও উইন্ডোজের তুলনায় বেশি নির্ভরযোগ্য। একারণেই গুগল এবং ফেসবুকের মত টেক জায়ান্ট কোম্পানি গুলো সার্ভার হিসেবে লিনাক্স ব্যবহার করে থাকে। 





অধিকাংশ সুপারকম্পিউটার লিনাক্স সিস্টেম ইউজ করে।  উইন্ডোজ এর উপরে লিনাক্সের শ্রেষ্ঠত্বের আরেকটি কারণ হলো Better Community Support.  ইন্টারনেটে অসংখ্য লিনাক্স ফোরাম আছে যেখান থেকে প্রয়োজনে অনেক ডেডিকেটেড প্রোগ্রামারদের সাহায্য নেওয়া যায়। তাই দেরি না করে ইন্টারনেট থেকে পছন্দমতো লিনাক্স ডিস্ট্রো ডাউনলোড করে ইনস্টল করে নিন। 






আপনি চাইলে উইন্ডোজের পাশাপাশি ভার্চুয়াল মেশিন অথবা পেন ড্রাইভ থেকেও লিনাক্স চালাতে পারেন লিনাক্স ইন্সটল করতে অন্য যে কোন অপারেটিং সিস্টেম যেমন উইন্ডোজ এর তুলনায় কম সময় লাগে। 






লিনাক্সের জন্য খুব বেশি সিস্টেম কনফিগারেশন এর প্রয়োজন হয় না। তাই যেকোনো লো কনফিগারেশন বা পুরোনো মেশিনেও ইন্সটল করা যায়।  



আশা করি বুঝতে পেরেছেন,



এখন আপনার জন্য কোন Operating System ভালো তা আপনিই নির্বাচন করুন।



আপনার যদি কোন প্রকার প্রশ্ন থেকে থাকে, তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন।




যদি ভালো লাগে তাহলে আমার অন্যান্য আর্টিকেল গুলো পড়বেন এবং অবশ্যই কমেন্ট করবেন । 


যেকোনো বিষয়ে জানতে চাইলে আমাকে প্রশ্ন করতে পারেন। 


ধন্যবাদ আর্টিকলটা পড়ার জন্য। 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url