মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং-এর কি কি কাজ করা যায়? মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো ২০২২

    

আশা করি সবাই ভালো আছেন 


আজ মোবাইলে ফ্রিল্যান্সিং এর ব্যাপারে কথা বলব।


আপনারা নিয়মিত কাজ করলে আপনি মোটামুটি একটা কনফার্ম থাকেন যে আপনার ক্যারিয়ারকে অনেক এগিয়ে নিয়ে যেতে পারবেন। একটা জিনিস মনে রাখবেন টাকা ইনকাম করার কাজ অনেক আছে মোবাইলে, ওগুলা কোনদিন ক্যারিয়ার হতে পারে না। আজ আমি যে বিষয় নিয়ে কথা বলব তার মাধ্যমে আপনি ১০০% ইনকাম কররে পারবেন।  মোবাইল এর মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন সোশ্যাল মিডিয়া ম্যানেজারের মাধ্যমে। 



Top Position, মোবাইলের মাধ্যমে অনেকেই এই কাজটা করে থাকে। বিভিন্ন কোম্পানিগুলোর আপনি খেয়াল করে দেখবেন তাদের ফেইসবুকে পেইজ, ইনস্টাগ্রামে পেজ থাকে। কোম্পানির এখানে বিভিন্ন রকমের মানুষ যোগাযোগ করে, বিভিন্ন রকমের মানুষ কমেন্টস করে। এই কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য কিন্তু একটা টিম থাকে। যেমন, রিয়েলমির সাইট গুলোতে দেখতে পারেন বা অন্যান্য যেসব সাইট আছে এগুলোতে মানুষ প্রচুর কমেন্টস করে এইখানে মানুষ কমেন্টস করে যে রিপ্লাইগুলো পায়,আপনি কনফার্ম থাকেন যে, রিয়েলমির ভিতরের কোন employee  এখানে রিপ্লাই দিচ্ছে না। 




এখানে একটা সোশ্যাল মিডিয়া ম্যানেজার, আমার আপনার মতো বাইরে থাকে, এমন একটা মানুষকে দিয়ে কাজটা করাচ্ছে। তারা বাইরে থেকে Freelancer hire করে সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে কাজ করান। এটা খুবই সহজ, অনেক কঠিন কিছু না। বড় বড় কোম্পানিগুলোর সাইটে  যে পরিমাণ মানুষ knock করে তাদের অনেক লোক লাগে সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসাবে। এই ডিপার্টমেন্টে যদি আপনি কাজ করতে পারেন তাহলে আপনি ভালো মানের টাকা ইনকাম করতে পারবেন। দেশে কাজ করতে থাকুন। মোটামুটি স্কিল ডেভেলপমেন্ট করার পর আপনি বাইরের দেশে কাজ করতে পারবেন। 



এখন কাজ আপনি কোথায় পাবেন? 


বিভিন্ন মার্কেটপ্লেসে রয়েছে যেমন, 



এসব জায়গায় আপনি এরকম অনেক কাজ পাবেন এবং 

সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে কাজ করতে পারবেন।




কিভাবে আপনি স্কিল ডেভেলপমেন্ট করবেন ?


ধরেন আপনি একটা কোম্পানির সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে বিভিন্ন মানুষের কমেন্টে রিপ্লাই দিবেন, তখন আপনার হাতে অপশন থাকবে এর থেকে Better কিছু করার । ধরেন আপনি রিয়েলমির website বা Facebook Page-এ Social Media Manager হিসেবে কাজ করেন, তখন  একটা কম্পিউটার কিনে Graphic Design-এর কাজ শিখলেন। 



তখন আপনি বললেন যে আপনারা মোবাইলের যে পোস্টগুলো করেন সেগুলো আমিও করতে পারব। তখন দুই একটা কাজ করে তাদেরকে দেখালেন। যদি পছন্দ হয়ে যায় তখন কিন্তু আপনি সেই কাজটাও করতে পারছেন। দেখেন আপনি মেসেজ করতে করতে আপনি ডিজাইনার হিসেবে ঢুকে যাচ্ছেন।  আপনি যখন কোম্পানির ভিতরে থাকবেন তখন যদি আপনি অন্য আরেকটা কাজ করে দেখান, সে ক্ষেত্রে কিন্তু আপনার খুব ইজিলি প্রমোশন হওয়ার একটা চান্স থাকে।



সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে কাজ করতে করতে কোম্পানি থেকে ডিজাইনের যে পোস্ট করা হয় সেই কাজগুলো আপনি করে কোম্পানিতে নিজের স্কিল ডেভেলপমেন্ট করতে পারেন। আপনাকে কোম্পানির কাছে বিশ্বস্ত হতে হবে।ডিজাইনার হিসেবে কাজ করার জন্য আপনার আলাদা প্রমোশন হবে। সেলারি বেড়ে যাবে।  পোস্ট যখন আপনি করবেন পোস্ট এর মধ্যে কি কি লেখা দিতে হবে, কি লেখা দিলে মানুষ এটাতে আকর্ষিত হবে, এটা আপনি আস্তে আস্তে করে বুঝতে পারবেন।




সেখানে কাজ করতে করতে আপনি একটু ডিজাইন শিখে পোস্ট করলেন আপনি যদি চান বেশ ভালো টাকা এখান থেকে ইনকাম করতে পারবেন। সব থেকে বড় কথা এটা কিন্তু ফ্রিল্যান্সিং। আপনি বাসায় বসেই করতে পারবেন। অনেকে এটাকে খুব ছোট একটা জব হিসাবে দেখে। কিন্তু এটা যে কত Powerful Job তা সহজে কেউ ভাবে না। আপনি মোবাইল দিয়ে এই কাজ শুরু করতে পারেন।  



ব্লগ বা ওয়েবসাইটে লেখালেখি করে ইনকাম 



আপনি পার্সোনাল ব্লগ তৈরী করতে পারেন এবং সেখানে লেখালেখি করে ইনকাম করতে পারবেন। এর জন্য আপনাকে বই পড়ে জ্ঞান অর্জন করতে হবে। আপনি বই পড়তে থাকেন আস্তে আস্তে আপনি লিখতে পারবেন। যখন আপনি লিখতে পারবেন তখন আপনি আর্টিকেল লেখা স্টার্ট করবেন। আপনি যে বিষয়ে লিখতে পছন্দ করেন সে বিষয়ে আপনার নিজের মতো করে লিখেন। আপনাকে ধৈর্য ধরে পড়তে হবে আর লিখতে হবে। আস্তে আস্তে আপনার স্কিল ডেভেলপমেন্ট হবে। 



নিয়মিত লিখতে থাকবেন একটা সময় রাইটিং স্কিল অনেক ডেভলপ হবে। তখন বিভিন্ন কোম্পানিতে আপনি Content Writer হিসেবে কাজ করতে পারেন। বিভিন্ন রকমের প্রোডাক্ট থাকে যেগুলো নিয়ে রাইটিং করতে হয়। যেমন, আপনি Affiliate Marketing করতে পারেন। বাইরের country গুলোতে কন্টেন্ট রাইটিং-এর মাধ্যমে ভালো মানের টাকা ইনকাম করতে পারবেন। বাইরের country গুলোতে কাজ করার জন্য (fiverr,upwork)-এ কাজ করতে হবে। 


এভাবে আপনি কাজ করতে করতে professional Freelancer হয়ে যাবেন।



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url