আপনার স্মার্টফোন কি হ্যাক হয়েছে? বুঝবেন কীভাবে? ফোন হ্যাক হওয়ার লক্ষণ সম্পর্কে জেনে নিন
আশা করি আপনারা সবাই ভালো আছেন,
(Is my phone hack)
একটি প্রতিবেদন অনুসারে, Android থেকে iPhone ব্যবহারকারীদের বেশ ভালো সিকিউরিটি দেয় কিন্তু এর অর্থ এই নয় যে iPhone হ্যাক করা যাবেনা । ম্যালওয়্যারবাইটস্-এর রিপোর্ট অনুসারে, অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের ডিভাইসে pre-installed করা কিছু apps যার লক্ষ্য আপনার ফোনের ডেটা, password চুরি করা। আপনার ফোন হ্যাক না হওয়ার বিষয়টি নিশ্চিত করার জন্য আপনি যদি সর্তকতা এবং সন্দেহজনক কাজকর্মের কথা মাথায় রাখেন তবে এটি সর্বোত্তম হবে।( is my phone hack)
আজকে মোবাইল ফোন হ্যাক হবার লক্ষণ গুলো সম্পর্কে আলোচনা করা হবে।
আপনি যদি আপনার মোবাইল ফোনে অনাকাঙ্ক্ষিত বিজ্ঞাপন গুলো দেখতে পান তাহলে এটি হতে পারে আপনার ফোনটি কম্প্রোমাইজড্। সাধারণত অনিরাপদ ওয়েবসাইট ব্রাউজ করার মাধ্যমে আসা শুরু করে এবং সুযোগ বুঝে আপনার ফোনে ম্যালওয়্যার ব্যাকগ্রাউন্ড ইন্সটল করে দেয়, যা আপনি সহজেই বুঝতে পারবেন না।
(Is my phone hack)
অজানা কল এবং মেসেজ পাঠানো
যদি আপনার ফোন থেকে অজানা কল এবং মেসেজ পাঠানো শুরু হয় যেটা আপনি করেননি তাহলে এটি নির্দেশ করতে পারে যে আপনার ডিভাইসকে হ্যাক হয়েছে হ্যাকাররা তাদের কাঙ্ক্ষিত ডেটা নিজের কাছে নিয়ে আসার জন্য সাধারণত ভিকটিমের ডিভাইসের এই ফিচারগুলো ব্যবহার করে।
(Is my phone hack)
হঠাৎ কল বা মেসেজ পাওয়া বন্ধ হয়ে যাওয়া
আপনার ফোনে যদি হঠাৎ কল বা মেসেজ পাওয়া বন্ধ হয়ে যায় তাহলে হ্যাকার অবশ্যই আপনার সিম কার্ড টি ক্লোন করে নিয়েছে ধরে নিতে পারেন। এ ক্ষেত্রে এটি আরো পরিষ্কারভাবে বুঝা যায় যদি আপনার ফোন বন্ধ থাকা অবস্থায় কল দিলে যদি ওই সিমে কল যায়। তাহলে বিষয়টি ক্লিয়ার হতে পারবেন।
আপনার ফোনের ব্যাটারির চার্জ স্বাভাবিকের চেয়ে দ্রুত শেষ হয়ে যাওয়া ।
আপনি ফোন ব্যবহার না করলেও ফোনটি অনাকাঙ্ক্ষিতভাবে গরম হয়ে যাচ্ছে তাহলে এটি আপনার ফোন হ্যাক হয়ে যাওয়া লক্ষণ হতে পারে। তবে আপনার ফোনটি যদি পুরাতন হয় তাহলে কিন্তু আপনার ফোনের ব্যাটারির বয়সের জন্য হতে পারে। তাই একটি লক্ষণ দেখে ব্যস্ত হয়ে পড়বেন না।
কল রেকর্ড করা
আপনি যখন কারো সাথে কথা বলেন তখন যদি কথা হতে হতে ব্যালেন্স থাকা সত্ত্বেও হঠাৎ কল কেটে যায় অথবা কথা বলার সময় যদি এটা দেখেন যে আপনার কথা বলা কথাগুলো প্রতিধ্বনিত হচ্ছে বা আপনার কথা আপনি পুনরায় শুনতে পাচ্ছেন,
তাহলে এটা প্রায় নিশ্চিত ভাবে বলতে পারেন যে আপনার কল গুলো কেউ Track করছে। এক কথায় আপনার ফোনটি হ্যাক করা হচ্ছে।
(Is my phone hack)
ডাটা ইউসেজ বা ইন্টারনেট ডাটার অতিরিক্ত ব্যবহার
আপনি ইন্টারনেট ব্যবহার বেশি না করেও যদি হঠাৎ আপনার ডাটা ইউসেজ স্বাভাবিকের চেয়ে বেশি হয় লক্ষ্য করেন। তাহলে সম্ভবত আপনার ফোন হ্যাক হয়ে গেছে এবং হ্যাকার আপনার ফোনের ব্যাক গ্রাউন্ড বিভিন্ন অ্যাপ চালানোর জন্য ব্যবহার করছে।
যদি আপনার সোশ্যাল মিডিয়া বা ইমেইল একাউন্টে আপনার ফোনের সাথে সংযুক্ত কোন unusual activities থাকে তাহলে এর অর্থ হতে পারে যে, হ্যাকার আপনার ডিভাইসের social media account ব্যবহার করছে।
অপরিচিত কোনো App
আপনার ডিভাইসের ডাউনলোড করা কোন অচেনা অ্যাপ্লিকেশন লক্ষ্য করেন তাহলে এটি একটি হ্যাকারের কাজ হতে পারে। হ্যাকার তার কাজের জন্য আপনার ফোনে ম্যালওয়ার জাতীয় apps install করছে। ফোনের পারফরম্যান্স ভালো থাকা সত্ত্বেও আপনার ফোন হঠাৎ করে যদি অ্যাপস crash, স্ক্রীন ফ্রীজ হয়ে যাওয়া এবং অনাকাঙ্খিত রিস্টার্টের মতো performance দেখা যায় তাহলে এটি ফোন হ্যাক হওয়ার লক্ষণ হতে পারে।
এগুলোর মধ্যে কোন গুলো আপনি আপনার ফোনে দেখতে পাচ্ছেন তা কমেন্ট করে জানান।