ক্লিক করে হাজার হাজার টাকা ইনকাম। আসলে কতটুকু সঠিক কথা। স্বপ্ন নয় দুঃস্বপ্ন
খুব অল্প সময়ে বিনা পরিশ্রমে কোন ধরনের স্কিল ছাড়া জাস্ট ক্লিক করে আপনি হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন এবং রাতারাতি আপনি লাখপতি বা কোটিপতি হয়ে যেতে পারবেন, শুধু আপনাকে অল্প কিছু টাকা ইনভেস্ট করতে হবে।
এরকম স্বপ্ন আমাদের দেশে অনেক কোম্পানি দেখিয়েছে প্রতিনিয়ত দেখাচ্ছে এবং ভবিষ্যতেও দেখাবে বলে আমি আশা রাখি এবং এই স্বপ্ন অনেকেই দেখে। দেখার পর অনেক ইনভেস্ট করে৷ ইনভেস্ট করে কিছু মানুষ আছে সফল হয় ৷ কিছু মানুষ আছে সফল হয় না এবং তাদের যে টাকা পয়সাগুলো ইনভেস্ট করে সেগুলো তারা একদম হারিয়ে ফেলে। কতো মানুষ সফল হয় কত মানুষ সফল হয় না সেটা যেটা পার্সেন্টেজ টা আছে সেটা আমি বলতে পারব না৷
But পুরো মার্কেট এনালাইসিস করলে বা একটু যদি আপনার চারপাশে তাকান তাহলেই বুঝতে পারবেন যে, বেশির ভাগ মানুষই Successful হয় না৷ কিছু মানুষ আছে যারা Successful হয় তারা সেটা খুব ঢাকঢোল পিটিয়েই বলে এবং সেটা বলার ফলে মনে হয় সবাই সাকসেসফুল হচ্ছে৷
অবশ্যই পড়ুন
Actually, এমনটা কিন্তু সেরকম না। তবে কোন কোন সার্ভিসের কথা বলছি এটা হয়তো আপনারা আইডিয়া করতে পেরেছেন। যেমন, ক্লিক করে টাকা ইনকাম।
এখন যারা ভাবছেন যে, ভবিষ্যতে ইনভেস্ট করবেন কিংবা নতুন কোনো সার্ভিস যখন আসবে তখন ইনভেস্ট করবেন আমি বলব তাদেরকে প্লিজ ডোন্ট শর্টকাটে বড়লোক হওয়ার চিন্তা ভাবনাটা না এটা সবার কপালে থাকে না। মানে কিছু মানুষ আছে যাদের ভাগ্যের জোরে পারে। বেশিরভাগ মানুষ পারে না বরং ধরা খায় এবং মারাত্মক ভাবে ধরা খায়।
অনলাইনে ইনকাম করা কিংবা শর্টকাট ইনকাম করা এরকম ক্লিক করে ছোটখাটো কাজ করে ইনকাম করে অল্পকিছু ইনকাম করা যায় ৷ তবে জীবনে ভালো কিছু করা যায় না।
পরিশ্রমের কোন বিকল্প নেই ৷ আপনি যদি পরিশ্রম করেন টাকা হয়তো প্রথম দিকে অল্প অল্প করে ইনকাম করবেন বাট সেটা সাসটেইনেবল হবে। স্কিল এবং পরিশ্রমের কোন বিকল্প নাই এবং এই যে সার্ভিস গুলো আমি জানি এগুলো এখন বন্ধ হয়ে গেলে পাঁচ বছর পর দশ বছর পরে মাথা চাড়া দিয়ে আবার উঠবে এরকম সার্ভিস আরো আসবে আরো কোম্পানির এরকম লোভনীয় অফার দেবে।
অবশেষে শেষ কথা, ভবিষ্যতে কখনোই এইসব শর্টকাটের পিছনে ছুটবেন না প্লিজ আমি রিকোয়েস্ট করছি। আশা করি আর্টিকেলটা পড়ে কিছু হলেও জানতে ও শিখতে পেরেছেন। ধন্যবাদ আর্টিকেলটা পড়ার জন্য ।।।