কাস্টম রম কি এর সুবিধা এবং অসুবিধাগুলো কি কি?
অফিসিয়াল রমকে কাস্টমাইজ করে যে রম বানানো হয় তাকে কাস্টম রম বলে।কাস্টম রম তৈরি করে বিভিন্ন developer-রা।
কাস্টম রমের সুবিধাগুলো কি কি?
কাস্টম রমকে আপনি যেভাবে ইচ্ছা কাস্টমাইজ (নিজের মনের মতো করে সাজানো) করতে পারবেন। আপনি আপনার ফোনের অফিসিয়াল রমকে ( স্টক রমকে ) যেভাবে ইচ্ছা কাস্টমাইজ করতে পারেন না। কিন্তু আপনি কাস্টম রমকে যেভাবে ইচ্ছা কাস্টমাইজ করতে পারবেন।
একটা উদাহরণ দেয়া যাক
আপনার ফোনের অফিসিয়াল রমে হোম বাটনের পাশে যে 3 dot মেনু রয়েছে সেখানে ফোন চালু করা থেকে শুরু করে ফোন বন্ধ করার আগ পর্যন্ত ফোনের history মানে আপনি কোন কোন জায়গায় ঘুরেছেন তার একটা list default ভাবে স্টক রমে থাকে যা পরিবর্তন করা যায় না। কিন্তু এই থিমটি কাস্টম রমে iPhone style -ও দিতে পারেন। তবে Android ফোনে iPhone এর iOS install করা যাবে না !!!
কাস্টম রমে অফিসিয়াল রমের আপডেট version -ও পেয়ে যাবেন। যে version company তাদের স্টক রমেও দেয়নি সেই version আপনি custom রমে পেয়ে যাবেন।
কাস্টম রম ব্যবহারের ফলে আপনার ফোনের performance অনেক বেড়ে যাবে।
ফোনে অধিক পরিমাণে ব্যাটারি backup পাবেন। ফোনের সমস্ত control আপনার কাছে চলে আসবে।
ফোনের জন্য কোন কাস্টম রমটা বেষ্ট?
ফোনের জন্য Lineage OS সবথেকে ভালো। এর সিকিউরিটিও অনেক ভালো!!!
তাছাড়া অন্যান্য কাস্টম রমও আছে। যেগুলোও অনেক ভালো মানের। যেমন MIUI,Oxygen OS. আসলে কাস্টম রম ব্যবহার করার মজায় আলাদা। যে ব্যবহার করেছে সেই জানে।
কেন কাস্টম রম ব্যবহার করা উচিত?
কাস্টম রমে software update অনেক দ্রুত আসে। অনেক ভালো এবং নতুন নতুন অপশন পাওয়া যায়। কাস্টম রমে অতিরিক্ত কোনো Bloatware থাকে না। এজন্য ফোনপর performance ও স্টক রমের থেকে অনেক ভালো পাওয়া যায়।
Bloatware কি?
স্টক রমে থাকা অতিরিক্ত কিছু apps যা ফোন কেনার সময় ফোনে install করা থাকে। অত্যন্ত বিরক্তিকর এবং ফোন মেমোরির জায়গা নষ্ট করে ফোনকে slow করে দেয়। Background এ ফোনের ব্যাটারি বেশি খরচ করে।
কাস্টম রমের অসুবিধাগুলো কি কি?
কাস্টম রম ব্যবহারের সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে ফোনের অফিসিয়াল ওয়ারেন্টি নষ্ট হয়ে যাওয়া এবং যেকোনো সময় ফোন ব্রিক (সবসময়ের জন্য ফোনের কার্যক্ষমতা হারানো) হয়ে যেতে পারে।
যারা এই কাজে Expert তারা সহজেই কাস্টম রম ফ্লাশ দিতে পারে।
Custom rom কিভাবে ফোনে ফ্লাশ দিতে হয়?
প্রথমে কাস্টম রমের zip file download করে CUSTOM RECOVERY থেকে ফ্লাশ দিতে হয়।
আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। না বুঝতে পারলে আমাদের ফেসবুক গ্রুপে প্রশ্ন করতে পারেন।
ফেসবুক গ্রুপ লিংকঃ