মোবাইলে সেরা কিছু ভিডিও এডিটিং app
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি video editing এর সেরা কয়েকটা app সম্পর্কে। তো চলুন কথা না বাড়িয়ে video editing এর সেরা কয়েকটা app সম্পর্কে বিস্তারিত জেনে আসি। আপনারা হয়ত অনেক ওয়েবসাইটে গিয়ে দেখেছেন তারা ১০ কিংবা ৭ টা video editing apps নিয়ে কথা বলেছে। যেমন,
1.Kinemaster
2.Filmorago
3.Powerdirector
4.Action-director
5.Funimate
6.Moviemaker
etc.....
কিন্তু উপরের প্রায় সব apps premium এবং watermark যুক্ত।
আর যারা professional video edit করে তারাই মূলত premium ( অর্থাৎ টাকা দিয়ে কেনা apps) apps গুলো ব্যবহার করে।
কিন্তু আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ৩ টা জনপ্রিয় video editing apps .
1.KINEMASTER
2.VIDEOSHOW
3.INSHOT
1.KINEMASTER
এটা একটা চমৎকার video editing apps. তবে এতে watermark আছে। তবে watermark থাকা সত্ত্বেও একটা চমৎকার apps. এই apps এর watermark অন্য apps গুলোর থেকে অনেক ছোট। watermark সরানোর জন্য আপনাকে premium pack কিনতে হবে। তবে Premium pack না কিনেও একটা চমৎকার উপায়ে watermark সরানো যায়।
আর সেটা হচ্ছে videoshow app এর মাধ্যমে।
এই app টির ইন্টারফেস ডিসাইন খুব সুন্দর তারসঙ্গে ক্ষমতা সূম্পর্ণ ফিচারস এ ভরপুর।kineMaster একটি উপযুক্তu এন্ড্রোইড ভিডিও এডিটিং টুল। এখানে আপনি ড্র্যাগ এন্ড ড্রপ ফিচারস এর মাধ্যমে যেকোনো মিডিয়া ফাইল ইম্পোর্ট করতে পারবেন সহজে। এখানে প্রফেশনাল ভিডিও এডিট করার জন্য অনেক ফিচারস মজুত রয়েছে,যেমন ভিডিও মধ্যে ট্রান্সিশন অথবা টেক্সট বা subtitles সংযুক্ত করা,handwriting,stickers, overlays,multiple video layer এই ধরণের বিভিন্ন স্পেশাল ফিচারস মজুত রয়েছে। তবে watermark রিমুভ করতে হলে আপনাকে প্রিমিয়াম app buy করতে হবে।
2.VIDEOSHOW: videoshow app এর মাধ্যমে খুব সহজে ভালো মানের ভিডিও তৈরি করা সম্ভব। এই app এ watermark থাকা সত্ত্বেও এই app টা ফ্রি ভিডিও cropping এর সুবিধা দিয়ে থাকে। আপনারা ভিডিও cropping এর মাধ্যমে অতিরিক্ত watermark করা অংশ বাদ দিতে পারেন। VideoShow অ্যাপস ব্যবহার করা খুব একটা কঠিন না এবং এর ইন্টারফেস ও ইউসার ফ্রেন্ডলি।
এছাড়া এখানে কিছু ফাঙ্কশন আছে যেমন টেক্সট,এফেক্টস,music,সাউন্ড এফেক্টস বা লাইভ dubbing ব্যবহার করে আপনার ভিডিও কে আরো সুন্দর করতে পারেন।এখানে ৫০ ধরণের বিভিন্ন থিমস পেয়েযাবেন যার সাহায্যে ভিডিও র সুন্দর্য বাড়তে পারেন। এছাড়া আপনি ভিডিও কে কম্প্রেসিং করে তার size ছোট করা,blurred ব্যাকগ্রাউন্ড,অডিও স্পিড এডজাস্ট ,মাল্টিপল ব্যাকগ্রাউন্ড music অ্যাড এই সব বিভিন্ন স্পিশাল ফিচারস মজুত রয়েছে।
3.INSHOT
এর মধ্যে অনেক গুলো ইম্প্রেসিভ ভিডিও এডিটিং ফীচার রয়েছে।এই app টি সুন্দর ডিসাইন করা হয়েছে স্পেসালি এন্ড্রোইড মোবাইল থেকে প্রফেশনাল ভিডিও এডিট করার জন্য।আপনি ইউসার ফ্রেণ্ডলি ইফেক্ট (effects),stickers, এবং ফ্লিটের এর মাধ্যমে চুজ করার সুযোগ পাবেন। এছাড়া এখানে স্লো মোশন ভিডিও তৈরী করা যাই ।
lnShot এর সাধারণ টুল যেমন cutting (কাটিং) ,trimming(ট্রিমিং),merging(মার্জিং) খুব সহজ ভাবে করা যায়। এই app টি 10M+ এর বেশি ইউসার পৃথিবী জুড়ে ব্যবহার করছেন।সেইজন্য এটি আর একটা সেরা এন্ড্রয়েড ভিডিও এডিটিং সফটওয়্যার।
শেষ কথা,
উপরের কথা গুলোর মধ্যে কোনো কথা না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কোন বিষয়ে আপনারা আর্টিকেল চান সে বিষয়েও জানাতে পারেন।
অবশেষে ধন্যবাদ,আর্টিকেলটা পড়ার জন্য।